আটকে থাকলেও আশা ছাড়েননি ফারুকী

দুই বছর ধরে সেন্সরে জমা পড়ে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’। বাংলাদেশের সেন্সর বোর্ড সদস্যদের সনদ না পেলেও দেশের বাইরের বিভিন্ন উৎসবে অংশ নিয়ে বাগিয়ে নিয়েছে একাধিক সনদ। তবে দেশে ছবিটি মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র এখনো না পেলেও আশা ছাড়েননি ফারুকী। বাংলাদেশি দর্শকদের বড় পর্দায় ছবিটি দেখানোর লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি এই চলচ্চিত্র পরিচালক।

‘শনিবার বিকেলে’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও জাহীদ হাসান
সংগৃহীত

আজ বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘“শনিবার বিকেল” ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেল। যাঁরা এই ব্যানের পেছনে আছেন, আল্লাহ তাঁদের সবার আত্মায় প্রশান্তি দিক। একই সঙ্গে আল্লাহ আমাদের এই সব মুখ বুজে সহ্য করার তৌফিক দান করুক। যাতে আমাদের কোনো কথা বা কাজে তাঁদের গোসসা না হয়। আমিন।’

তিশা ও ফারুকী দম্পতি
ইনস্টাগ্রাম

এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। প্রবাসী মার্টিন নামের এক ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, ‘আমি সরয়ারের ছবির ভক্ত নই। ওর সব ছবি আমার ভালো লেগেছে—তেমন নয়। “ডুব” নিয়ে তো আমার অনেক কথা আছে। তবে আমি “শনিবার বিকেল” ছবিটি দেখেছি। এমন সুন্দর একটি ছবি বাংলাদেশের দর্শক দেখতে পারছে না। ফারুকীর জন্য আমার যত না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট দর্শকদের জন্য। নেটফ্লিক্সে ছবিটি ছেড়ে দিলে কি খুব ক্ষতি হবে?’

শনিবার বিকেল সিনেমার একটি দৃশ্য
সংগৃহীত

অনেকেই ছবিটি নেটফ্লিক্স বা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরামর্শ দিয়েছেন। এই বিষয়ে দিনের পর দিন যুদ্ধ করতে করতে ক্লান্ত হলেও হতাশ নন ফারুকী। ফেসবুকের স্ট্যাটাস দেখার পর যোগাযোগ করা হলে ফারুকী বললেন, ‘এর মাঝে দুই বছরের বেশি সময় বয়ে গেছে আসলে। আমি আশা ছাড়িনি। আপিল করেছি। বিবেচনাধীন অবস্থায় রয়েছে। দেখা যাক কী হয়।’

‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা ও পরমব্রত
সংগৃহীত

এর আগে ফারুকী বলেছিলেন, ‘আমরা ছবি বানাই দর্শকের কাছে পৌঁছার আশায়। ছবি বানানো এবং প্রদর্শনের মধ্যকার এই লম্বা দূরত্ব আমাদের ক্লান্ত করে। হতাশ করে। আশা করি, দ্রুত এই হতাশার সমাপ্তি ঘটবে। আপাতত এটুকুই বলতে পারি।’

‘শনিবার বিকেল’ ছবিটি এর আগে মিউনিখ, মস্কো, সিডনি, বুসান ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করে। প্যারিসের ভেসুল উৎসবে অংশ নিয়ে দুটি পুরস্কার ঝুলিতে পুরেছে এই ছবি।

‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার
সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও ভারতের কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

‘শনিবার বিকেল’ ছবির একটি দৃশ্য
ফেসবুক

ছবিটি নিয়ে এই পরিচালক বলেছিলেন, ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার।’