আবদুস শাকুর শাহর একক প্রদর্শনী

শিল্পী আবদুস শাকুরের একটি চিত্রকর্ম
শিল্পী আবদুস শাকুরের একটি চিত্রকর্ম

আজিজ খান বলেন, দেশে একসময় তেমন কোনো গ্যালারি ছিল না, ছিল না শিল্পীদের ছবি বিক্রির কোনো উপযুক্ত স্থান। সেই সময় ফয়েজ আহমদ প্রতিষ্ঠা করেন শিল্পাঙ্গন। শিল্পী ও শিল্পের জন্য অভাবনীয় ভূমিকা পালন করেছেন তিনি।

শিল্পী আবদুস শাকুর শাহ বলেন, ‘আমার জানামতে ফয়েজ ভাই ছিলেন একজন বহুমাত্রিক গুণের অধিকারী। তিনি ছবি বিক্রির জন্য একটি গ্যালারি প্রতিষ্ঠা করেন।’ তিনি বলেন, ‘আমি ফয়েজ আহমদের সঙ্গে আড্ডা দিতে মাঝেমধ্যে আসতাম শিল্পাঙ্গনে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। কীভাবে তিনি বিনা পাসপোর্টে আন্তর্জাতিক যুব সম্মেলনে যোগ দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময় আহত অবস্থায় ভারতে গেছেন, তা শুনতাম।’

চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, ‘ফোক মোটিভ নিয়ে আধুনিক চিন্তায় যে পথে ছিলেন যামিনী রায়, কামরুল হাসান ও কিছুদিন আগেও কাইয়ুম চৌধুরী, সেই পথেই কয়েক দশক ধরে আবদুস শাকুরের যাত্রা। তিনি যে কাজে হাত দিয়েছেন, চিত্রে তাঁর যে গবেষণা—তা আমাদের গ্রামবাংলার অনবদ্য জীবনকথা।’