আবারও দ্বৈত গানে তৌসিফ-লিজা

আবারও দ্বৈত গানে কণ্ঠ দিলেন তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়ক-সুরকার তৌসিফ এবং ক্লোজআপ ওয়ান তারকা লিজা। ‘এই তো ভালোবাসা’ নামের ছবির শিরোনাম সংগীতে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তাঁরা আবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন। গতকাল সোমবার ব্লু-শট রেকর্ডিং স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তৌসিফ সুর ও সংগীত পরিচালনার কাজও করেছেন। এর মাধ্যমেই তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে সূচনা সংগীতের কাজ করলেন। ‘একই আকাশ একই পৃথিবী/ তুমি আমি নইতো বৈরী/দুজন দুজনের জন্য/ভালোবেসে আছি তৈরি’—কথার এ গানটি লিখেছেন কবির বকুল। চলচ্চিত্রে গানে কাজ করার ব্যাপারে তৌসিফ বললেন, ‘চলচ্চিত্রে এটি আমার প্রথম কাজ। তাও আবার শিরোনাম সংগীতের। বিষয়টা আমার জন্য যেমন কষ্টসাধ্য ছিল, তেমনি ছিল অনেক বেশি রোমাঞ্চকর। কাজটি করে আমি মোটামুটি তৃপ্ত। এখন দর্শকেরা ভালোভাবেই গ্রহণ করলেই হয়।’এই তো ভালোবাসা নামের ছবিটি পরিচালনা করবেন শাহীন কবির।পরিচালক সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এর গানের দৃশ্যগুলোর শুটিং হবে কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে।