আমি শুধু ভালোবাসা নিয়ে ভাবি

বৃহস্পতিবার বিকেল চারটা। এফডিসির প্রশাসনিক ভবনের সামনে অনেক লোকের ভিড়। টেলিভিশন চ্যানেলের মাইক্রোফোন হাতেও দাঁড়িয়ে আছেন কেউ কেউ। দূর থেকে দেখা যাচ্ছিল, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন শাকিব খান। পশ্চিমে হেলে পড়েছে সূর্য, আর ঘণ্টা দুয়েকের মধ্যে ডুবে যাবে। তাড়াতাড়ি দৃশ্যধারণ শেষ করতে হবে, তাই ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির পরিচালক তপু খানেরও তাড়া। শুটিংয়ের ফাঁকে রূপসজ্জাকক্ষে বসে আজ থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া তাঁর সিনেমা নবাব এলএলবি এবং অন্যান্য বিষয়ে কথা বললেন ঢালিউডের জনপ্রিয় এই নায়ক।

শাকিব খান

প্রশ্ন :

ওটিটিতে মুক্তি পেলেও আপনার ভক্তদের চাওয়া ছিল, ‘নবাব এলএলবি’ যেন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিন এসেছে।

সেদিক থেকে তো ঠিক আছে; কারণ, সিনেমা বড় পর্দায় দেখার মধ্যে আনন্দ আছে। অনেক দিন পর হলেও হলে একটা সিনেমা মুক্তি পাচ্ছে। নবাব এলএলবি যাঁরাই ওটিটিতে দেখেছেন, তাঁরাই প্রশংসা করেছেন। কিন্তু করোনার মধ্যে কী অবস্থা হয়, বড় বড় সিনেমা হল খোলার কথা ছিল, আজ (বৃহস্পতিবার) তো শুনছি, সেগুলো খুলবে না! তাহলে কীভাবে মুক্তি পাবে, বুঝতে পারছি না। তবে সিনেমাটি দেশের বড় বড় প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অনেক দর্শক ছবিটা দেখার সুযোগ পেতেন। প্রযোজকও লাভবান হতেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্যও উপকার হতো। দেশের মানুষেরও ভালো লাগত।

শাকিব খান

প্রশ্ন :

দেশের মানুষের ভালো লাগার কথা বলছিলেন।

মানুষ বিনোদন ছাড়া বাঁচতে পারে না। সব শ্রেণির মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সেদিক থেকে সরকার যদি একটু কঠোর নিয়ম করে সিনেমা হল খোলার অনুমতি দেয়, ভালো হয়। যেখানে মার্কেট খোলা, গার্মেন্টস চলছে, দূরপাল্লার গাড়ি চলছে, অফিস–আদালত—সবই চলছে, তাহলে সিনেমা হল খুলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটা করা উচিত। এক বেলা ভাত না খেয়ে থাকতে পারবে মানুষ, কিন্তু বিনোদন ছাড়া বাঁচবে না। মানুষের আত্মার বিকাশের জন্য বিনোদন অপরিহার্য। এই মহামারিতে আবারও তা প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যাদের কথাই বলি না কেন, সবাই কিন্তু বলছে, আমরা যেন ভেঙে না পড়ি। আমরাও কিন্তু তাই বলছি। বলছি মন উৎফুল্ল রাখতে। মানুষের মন সজীব-সতেজ রাখতে সঠিক বিনোদন তো দিতে হবে।

গতকাল সন্ধ্যায় ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের ফাঁকে রূপসজ্জাকক্ষে শাকিব খান
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করছেন। এই ছবির শুটিং–অভিজ্ঞতা জানতে চাই।

সামাজিক অসংগতির কথা বলবে লিডার, মানুষের কথা বলবে, দেশের কথা বলবে। তরুণসমাজের কথা বলবে, সাধারণ মানুষের কথাও বলবে। সবদিক বিবেচনায় মনে হয়, এই ছবি দেশের অনেক মানুষকে ভাবাবে, আনন্দ দেবে।

‘নবাব এলএলবি’ ছবির ‘বিলিভ মি—আমি তোর হতে চাই’ গানের শুটিংয়ে শাকিব খান ও মাহিয়া মাহি
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

ওটিটির বড় বাজার তৈরি হয়েছে। আমাদের দেশেও অনেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বাইরের দেশের ওটিটি আমাদের দেশে কার্যক্রম পরিচালনা করলে এখান থেকেই তাদের প্রোডাকশন বানাতে হবে। আমার দেশের শিল্পী, পরিচালকেরা তাতে কাজ করবেন। তবে আমাদের দেশীয় ওটিটি তৈরির দিকে জোর দিতে হবে।

নবাব এলএলবি সিনেমার শুটিংয়ে শাকিব খান
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

অনুদানের জন্য ‘প্রিয়তমা’ সিনেমাটি জমা দিয়েছিলেন। এই ছবির নাম অনুদানের তালিকায় ছিল না।

আপাতত শুধু এটুকুই জানাতে চাই, প্রিয়তমা আমার প্রতিষ্ঠান থেকেই তৈরি হবে। শিগগিরই এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু হবে।

শাকিব খান
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

আপনাকে নিয়ে সমালোচনা হয়, নিন্দাও হয়। কীভাবে সামলান?

জনপ্রিয় মানুষদের পেছনে সব সময় একটা কালো ছায়া ধাওয়া করে, এটাই স্বাভাবিক। বাঙালিকে নিয়ে একটা কথা চালু আছে, একজন উঠতে গেলে কয়েকজন টেনে তাঁকে নামাতে চায়। এসব না ভেবে ভালোবাসার শক্তি নিয়ে এগিয়ে যাওয়া উচিত। নিন্দা করা মানুষের দিকে তাকানোর সময় নাই। আমি শুধু ভালোবাসা নিয়ে ভাবি।