‘ইন্ডিয়ান আইডল ভুয়া, পাতানো’

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের পঞ্চম ও ষষ্ঠ আসরে বিচারকের মঞ্চ আলোকিত করেছেন সুনিধি চৌহান। কিন্তু আর তাঁকে দেখা যায় না সেই চেয়ারে। সম্প্রতি জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো ছাড়ার কারণ জানালেন এই সংগীতশিল্পী। জানালেন, রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল ‘রিয়েল’ নয়, ভুয়া। ‘স্ক্রিপ্টেড’। পুরোটাই বানানো।

সুনিধি চৌহান
ইনস্টাগ্রাম

কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডলের একটি পর্ব নিয়ে বিতর্ক চলছে। সেদিন ছিল ‘কিশোর কুমার’ স্পেশাল। প্রতিযোগীরা সবাই কিশোর কুমারের গান গাইবেন। আর অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। অভিযোগ রয়েছে, সেটি নাকি ইন্ডিয়ান আইডলের অন্যতম বাজে পর্ব।

অমিত কুমার, নেহা কক্কর, হিমেশ, ইনসেটে কিশোর কুমার
কোলাজ

একজন টুইট করেছেন, ‘কিশোর কুমারের গানগুলো নষ্ট করে তাঁকে সম্মান জানালেন!’ আরেকজন সব ক্ষোভ উগরে দিয়েছেন নেহা কক্করের ওপর। বলেছেন, ‘যে গানের শোর বিচারক নেহা, সেই শো যে কতটা নকল, তা তো বলার অপেক্ষাই রাখে না। নেহা, আপনি নিজের গানের সঙ্গে যা খুশি করেন। ভুলেও কিশোর কুমারের গান গাইতে যাবেন না। এ অনুরোধ রাখবেন আশা করি।’

সুনিধি চৌহান
ইনস্টাগ্রাম

প্রায় কেউই ঠিকমতো গানগুলো গাইতে পারেননি। তবু নাকি বিচারকেরা প্রশংসা করেছেন। তাই খেপেছেন অন্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ জানিয়েছেন দর্শক। এর জবাবে কিশোর কুমারপুত্র অমিত কুমার জানিয়েছেন, তাঁর নাকি সেই এপিসোড মোটেও ভালো লাগেনি। তিনি কেবল টাকার জন্য অতিথি হিসেবে গিয়েছিলেন। আর আয়োজকেরা যা বলতে বলেছে, তা-ই বলেছেন। এরপরই মুখ খুলেছেন সুনিধি।

সুনিধি চৌহান
ইনস্টগ্রাম

ভারতের জনপ্রিয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইন্ডিয়ান আইডলে তা-ই দেখায়, যা তারা (আয়োজকেরা) চায়। কোনো প্রতিযোগীকে কী বলব, তা তারা (আয়োজকেরা) আগেই ঠিক করে দেয়। “তারা” যা বলবে, তা–ই বলতে হবে। এ জন্য আমি কন্টিনিউ করিনি।’

সুনিধি চৌহান
ইনস্টাগ্রাম

অন্যদিকে অমিত কুমার বলেন, ‘বাবাকে (কিশোর কুমারকে) সম্মান জানিয়ে তারা একটি পর্ব করল। সেখানে আমাকে আমন্ত্রণ জানাল। আমি অতিথি হিসেবে গেছি। আমাকে বলা হয়েছিল, সবাইকে প্রশংসা করতে হবে। আমি তা–ই করেছি।’