উৎসবে, বিরহে ২০১৮-এর বলিউড

ঘটনাবহুল ২০১৮। বিয়ে, ভাঙন, শ্রীদেবীর চিরবিদায়, ছোট ছবির রমরমা বাজার, খানদের ভরাডুবি, চলচ্চিত্র দুনিয়ায় অসহিষ্ণুতার আঁচড়, মি টু—সবকিছু নিয়ে জমজমাট ছিল বিটাউন। ফেলে আসা ২০১৮-তে কী পেলাম, কী হারালাম—বলিউডের ছোট–বড় নানা ঘটনা ধরা পড়ল প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের কলমে।


হ্যাশট্যাগ মি টু

কয়েক মাস আগে বলিউডের বুকে আছড়ে পড়েছিল হ্যাশট্যাগ মি টু ঝড়। এই ঝড় রীতিমতো নগ্ন করে দেয় একের পর এক বলিউড ব্যক্তিত্বকে। হলিউড থেকে বলিউডে এই ঝড় আসে অভিনেত্রী তনুশ্রী দত্তর হাত ধরে। প্রায় ১০ বছর আগে হর্ন ওকে প্লিজ ছবির সেটে এই বলিউড সুন্দরী যৌন হেনস্থার শিকার হন। তনুশ্রী এই অভিযোগ এনেছিলেন বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। এরপর একের পর এক বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক ও লেখকের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে।

নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ–এ কিয়ারা আদভানি ও ভিকি কুশল
নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ–এ কিয়ারা আদভানি ও ভিকি কুশল


জালে বন্দী

সমগ্র দুনিয়া ক্রমে নেটের জালে (ওয়েব) বন্দী হতে চলেছে। এখন মুঠোফোনে চলে এসেছে সমগ্র গ্ল্যামার দুনিয়া। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর সৌজন্যে ট্রেনে, বাসে, চলতে চলতে দেখতে পাওয়া যায় সিনেমা এবং ওয়েব সিরিজ। তাই ছবি দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে গাঁটের কড়ি খরচ করার দিন ক্রমে ফুরিয়ে আসছে। এখন বিনোদন জগৎ আপনার মুঠোফোনে বন্দী। এই নতুন ডিজিটাল দুনিয়ার জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।

প্রেম-ভাঙন

২০১৮তে কিছু নতুন প্রেমের জন্ম হয়েছে, আবার কিছু প্রেমের ভাঙন হয়েছে। তবে এ বছর আলোচিত প্রেমগুলোর শীর্ষে আছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম। ২০১৯–এ নাকি তাঁদের দুই হাত এক হওয়ার সম্ভাবনা প্রবল। মালাইকা অরোরা ও আরবাজ খানের ডিভোর্স হয় ২০১৭ সালে। ডিভোর্সের পরপরই মালাইকা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন শুরু হয়। ২০১৮–তে সেই গুঞ্জন সত্যি হয়ে সবার সামনে আসে। ২০১৯–এ এই জুটিও বিয়ে করতে পারেন। আরবাজের জীবনেও এসেছেন জর্জিয়া আন্দ্রিয়ানি। ২০১৮ সালে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় অর্জুন রামপাল ও মেহর জেসিয়ার। অর্জুনের জীবনে এসেছেন আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিএডস। ডিভোর্সের পর ফারহান আখতারের সঙ্গে শিবানি দান্ডেকরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে হাঁটুর বয়সী এক মডেলের প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। প্রেমিক রহমান স্যলকে নাকি বিয়ে করতে চলেছেন সুস্মিতা।

আনন্দ আহুজা ও সোনম কাপুর,দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং,প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
আনন্দ আহুজা ও সোনম কাপুর,দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং,প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস


ঘর বাঁধলেন যাঁরা

গত বছরের মে মাসে অভিনেত্রী সোনম কাপুর বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। এর পরপরই চুপিসারে বিয়ে সেরে ফেলেন অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অভিনেতা অঙ্গদ বেদী। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এক স্বপ্নের বিয়ে উপহার দেন বলিউডকে। ইতালির লেক কেমোর ভিলা ডেল বাল্বিনেলো প্যালেসে রাজকীয়ভাবে বিয়ে করেন বলিউডের এই রোমান্টিক জুটি। ডিসেম্বরের শুরুর দিকে বলিউড, তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ে হয়। ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা বলিউড তারকা নন। তবে এই বিয়েতে প্রায় সমগ্র বলিউড শামিল হয়েছিল। এই মৌসুমে বিয়ে উৎসবের সমাপ্তি হয় কৌতুক অভিনেতা তথা সঞ্চালক কপিল শর্মার বিয়ে দিয়ে। তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গিন্নিকে ঘটা করে বিয়ে করেন।

সারা আলী খান
সারা আলী খান


নবীন এক ঝাঁক

২০১৮ সালে হিন্দি ছবির দুনিয়ায় এক ঝাঁক নবাগত পা রাখলেন। সবার নজর ছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী এবং সাইফ-অমৃতার কন্যা সারার দিকে। জাহ্নবী অভিনীত ধড়ক ছবিটি বেশ ভালোই সাড়া পায়। সারা আলী খানের অভিষেক নিয়েও বলিউডে রীতিমতো সরগরম ছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সারার দুটি ছবি মুক্তি পায়। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে তাঁর প্রথম ছবি কেদারনাথ মুক্তি পায়। ক্যারিয়ারের শুরুতে সবার মনে জায়গা করে নেন এই তারকা–কন্যা। এরপর রোহিত শেঠির সিম্বা ছবিতে তাঁকে রণবীরের সিংয়ের বিপরীতে দেখা যায়। প্রয়াত জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহেরার পুত্র রোহন মেহেরা বাজার ছবির মাধ্যমে বিটাউনে পা রাখলেন। খ্যাতনামা পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষের অভিষেক ছবি জিনিয়াস। সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মাও লাভ যাত্রী ছবির মাধ্যমে বলিউডে এলেন। এ ছাড়া বনিতা সান্ধু, মিথিলা পালকর, দুলকর সালমান, কৃতিকা কামরা, মৌনি রায়, ঈশান খত্তর, সুমিত ব্যস, আয়শা শর্মা, অবিনাশ তিওয়ারি, তৃপ্তি ডিমরি, শিখা তলসানিয়া, রাধিকা মদনসহ আরও অনেক নবাগতর অভিষেক হয়েছে এ বছরই।

সোনু কি টিটু কি সুইটি ছবির পোস্টার
সোনু কি টিটু কি সুইটি ছবির পোস্টার


ছোট ছবি বড় ধামাকা

২০১৮–তে অনেক বড় বাজেটের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আবার কম বাজেটের ছবি দারুণ ব্যবসা করেছে। রাজ কুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ভৌতিক কমেডি ছবি স্ত্রী বক্স অফিসে দুর্দান্ত সফলতা পায়। বাজিমাত করে আয়ুষ্মান খুরানা অভিনীত দুটি ছবি—অন্ধাধুন ও বাধাই হো। আয়ুষ্মান, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত থ্রিলার–নির্ভর ছবি অন্ধাধুন শুধু বক্স অফিস নয়, চিত্র সমালোচকদেরও মন জয় করে। এ বছরের সেরা ছবির শীর্ষে উঠে এসেছে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবিটি। আয়ুষ্মান অভিনীত বাধাই হো ছবিটি পায় আশাতীত সাফল্য। মাত্র ২৯ কোটি রুপিতে নির্মিত ছবিটি ব্যবসা করে ২২০ কোটি রুপি। আলিয়া ভাট অভিনীত রাজি ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সবার মন জয় করে। ৩০ কোটি বাজেটের ছবিটি প্রায় ২০০ কোটির ব্যবসা করে। বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা অভিনীত সুই ধাগা, সোনু কি টিটু কি সুইটি, ১০২ নট আউট কম বাজেটের ছবি হয়েও ভালোই সাফল্য পেয়েছে। রানী মুখার্জি অভিনীত হিচকি ছবিটি শুধু দেশে নয়, দেশের বাইরেও ছক্কা হাঁকিয়েছে। এ বছর সবচেয়ে বাজিমাত করেছেন রণবীর কাপুর। একাধিক ফ্লপের পর অবশেষে সাফল্যের মুখ দেখেন তিনি। রাজ কুমার হিরানী পরিচালিত সঞ্জু ছবিটি তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়।

তিন খান—খানখান

বলিউড সাম্রাজ্যকে রীতিমতো শাসন করে এসেছেন তিন খান। ২০১৮ সালে সালমান, আমির, শাহরুখ—এই তিন খানেরই বাজার বেশ মন্দা। সালমান খানের রেস থ্রি ছবি সবাইকে হতাশ করে। জঘন্য পরিচালনার জন্য অনেকে রেমো ডি’সুজাকে কাঠগড়ায় দাঁড় করান। সবচেয়ে বড় ক্ষতির মুখ দেখে আমির খানের থাগস অব হিন্দোস্থান। যশরাজ ব্যানারের ছবিটিতে আমির ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন। বছরের শেষে আরেকটি চূড়ান্ত ব্যর্থতা শাহরুখ খানের জিরো ছবিটি।

টপচার্ট
হলিউড ১. আকুয়াম্যান (জেসন মোমোয়া, অ্যাম্বার হার্ড, উইলেম ডেফো, নিকোল কিডম্যান)
২. ম্যারি পপিনস রিটার্নস (এমিলি ব্লান্ট, কলিন ফার্থ, মেরিল স্ট্রিপ)
৩. বাম্বলবি (হেইলি স্টেইনফেল্ড, জন সিনা)
৪. স্পাইডার–ম্যান ইনটু দ্য স্পাইডার-ভার্স (অ্যানিমেশন)
৫. দ্য মিউল (ব্র্যাডলি কুপার, মাইকেল পেনা, ডাইয়ানে উইস্ট) সূত্র: বক্সঅফিস মোজো

সংগীত
১. থ্যাংক ইউ, নেক্সট (আরিয়ানা গ্রান্ডে)
২. উইদাউট মি (হ্যালসে)
৩. অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ (মারায়া ক্যারি)
৪. সিকো মোড (ট্রাভিস স্কট)
৫. সান ফ্লাওয়ার (পোস্ট ম্যালন ও সোয়ে লি) সূত্র: বিলবোর্ড (দ্য হট ১০০)

বলিউড
সিম্বা ছবিতে সারা আলী খান ও রণবীর সিং
সিম্বা ছবিতে সারা আলী খান ও রণবীর সিং
১. সিম্বা (রণবীর সিং, সারা আলী খান, অজয় দেবগন)
২. জিরো (শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা)
৩. কেদারনাথ (সুশান্ত সিং রাজপুত, সারা আলী খান)
৪. থাগস অব হিন্দোস্থান (অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শাইখ)
৫. ২.০ (রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন) সূত্র: বলিউড হাঙ্গামা