এই প্রথম লোকগানের অনুষ্ঠানে গাইলেন আঁখি

কয়েক দশকের সংগীতজীবনে শত শত গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন আঁখি আলমগীর। আধুনিক গানের এই শিল্পীকে কখনো লোকগানের অনুষ্ঠানে দেখা যায়নি। এবারই প্রথম লোকগানের অনুষ্ঠানে গাইলেন। আঁখি জানালেন, লোকগানের অনুষ্ঠানের ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হয়েছে বলেই গেয়েছেন।

আঁখি আলমগীর

আঁখির গাওয়া লোকগানের এই অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ আরটিভিতে প্রচারিত হবে। এই অনুষ্ঠানে তিনি গেয়েছেন ছয়টি গান। গানগুলো হচ্ছে ‘আইছে দামান সাহেব হইয়া’, ‘বসন্ত আসিল সখী’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’ ও ‘বন্ধু কাজল ভ্রমরা রে’। এর আগে লোকগানের এই অনুষ্ঠানের তিনটি সিজন শেষ হয়েছে।

আঁখি আলমগীর বললেন, ‘প্রথমে আমি একটু ভাবছিলাম, আমি তো সম্পূর্ণ আধুনিক গানের শিল্পী, ফোকটা আদৌ গাইতে পারব কি না। ফোকের কিন্তু আলাদা কিছু স্টাইল আছে। গাইলেও একদম ফোকশিল্পীর মতো তো গাইতে পারব না। তবে ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হয়েছে বলেই গেয়েছি।’

ফোক স্টেশন অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে সংগীত পরিচালক জে কে মজলিশ ও আঁখি আলমগীর

প্রচলিত সব লোকগান নতুনভাবে উপস্থাপনের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকে কি না, জানতে চাইলে আঁখি বললেন, ‘অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকে। তবে আমার চেয়ে বেশি চ্যালেঞ্জ এখানে সংগীত পরিচালকের। কারণ, গানটাকে তিনি ফিউশন বা নতুনভাবে উপস্থাপন করেছেন। নিজস্ব স্বকীয়তা থেকে বের হয়ে এসে একেবারে প্রচলিত ফোক গানের স্টাইলকে রপ্ত করা ছিল আমার জন্য চ্যালেঞ্জ। যেটা মনে হয় মোটামুটি করতে পেরেছি। বাকিটা দর্শক বলতে পারবেন।’

ফোক স্টেশন অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে সংগীত পরিচালক জে কে মজলিশ ও আঁখি আলমগীর

ফোক স্টেশন অনুষ্ঠানের চারটি আসরেরই সংগীত পরিচালক জে কে মজলিশ। তিনি বললেন, ‘এই সিজনের প্রথম শিল্পী ছিলেন নবনীতা চৌধুরী এবং দ্বিতীয় পর্বে গান শোনাবেন আঁখি আলমগীর। যদিও এর আগে তাঁর সঙ্গে আমার “বোকা মন”, “দে দে দোলা” গানের কাজ হয়েছে কিন্তু এই প্রথম আমার সংগীত পরিচালনায় তিনি ছয়টি লোকগানে কণ্ঠ দিলেন। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
আঁখি আলমগীরের গাওয়া লোকগানের এই পর্বটি প্রচারিত হবে আগামী শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে।