করোনা লকডাউনে খাবার পৌঁছে দেবে উদীচী

হ্যান্ড স্যানিটাইজার বিলি করছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ছবি: সংগৃহীত
হ্যান্ড স্যানিটাইজার বিলি করছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ছবি: সংগৃহীত

জরুরি পরিস্থিতিতে লকডাউন হলে গৃহবন্দী খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেবেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ইতিমধ্যে সে রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা। রাজধানীর বিভিন্ন জায়গার খেটে খাওয়া অসচ্ছল মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও নিজেদের প্রস্তুত করা হ্যান্ড স্যানিটাইজার বিলি করতে শুরু করেছেন তাঁরা।

করোনাভাইরাসের আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। গতকাল বিকেল পাঁচটায় প্রেসক্লাব ও পল্টন মোড়ের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়। উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, মিজানুর রহমান সুমনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। তাঁরা জানান, উদীচী কার্যালয়ে প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার তৈরি চলবে এবং শ্রমিক অঞ্চলে বিতরণ অব্যাহত থাকবে।

ইতিমধ্যে করোনা প্রতিরোধে দেশজুড়ে উদীচীর জেলা ও শাখাগুলো নানা কার্যক্রম শুরু করেছে। সেসবের মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ, সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা ও শ্রমজীবী মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম। যে যাঁর অবস্থান থেকে সচেতনতা তৈরি করে, মানুষের পাশে থেকে এই মহাদুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছে উদীচী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুর। তাঁদের ভেতরে যেমন সচেতনতার অভাব আছে, তেমনি তাঁদের নেই হ্যান্ড স্যানিটাইজারের মতো জিনিস কেনার সামর্থ্য। করোনাভাইরাস ছড়ানো শুরু হওয়ার পর থেকে তোপখানা রোডে নিজেদের কার্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। রিকশাচালক, শ্রমিক, দিনমজুর ও ভাসমান মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিলি করে ভাইরাসটি সম্পর্কে তাঁদের সচেতনও করছেন উদীচীর সদস্যরা। উদীচীর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ খেটে খাওয়া মানুষ যত দিন পথে থাকবেন এবং সরকার লকডাউন ঘোষণা না করবে, তত দিন হ্যান্ড স্যানিটাইজার বিলি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন তাঁরা।

উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচার ও তথ্যবিষয়ক সম্পাদক আরিফ নূর জানান, গতকাল সোমবার প্রায় ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তাঁরা গেন্ডারিয়া পাঠিয়েছেন। পর্যায়ক্রমে বাইরের জেলা শহরগুলোতেও তাঁরা নিজেদের তৈরি এ স্যানিটাইজারগুলো পাঠাবেন। এই কার্যক্রম অব্যাহত রাখতে আরও অর্থের প্রয়োজন। এ অবস্থায় উদীচী অর্থ সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

তোপখানা রোডে নিজেদের দপ্তরেই স্যানিটাইজার বানিয়েছেন তাঁরা। ছবি: সংগৃহীত
তোপখানা রোডে নিজেদের দপ্তরেই স্যানিটাইজার বানিয়েছেন তাঁরা। ছবি: সংগৃহীত

আরিফ নূর বলেন, লকডাউন হলে খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে চাল, ডাল, তেল, আটার মতো প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রস্তুতি চলছে। লকডাউন হলে খেটে খাওয়া মানুষ যাতে দুবেলা কিছু খেতে পারেন, সে জন্য তাঁদের বাড়িতে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেব আমরা।’

১৯৬৮ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ৫১ বছর ধরে এর শিল্পীরা হেঁটেছেন গ্রামেগঞ্জে, শহরে-বন্দরে, এমনকি দেশের বাইরে। সংকল্পে অবিচল থেকে গেয়েছেন গণমানুষের গান, অংশ নিয়েছেন উনসত্তরের গণ-অভ্যুত্থানে, একাত্তরের মুক্তিযুদ্ধে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে।

১৯৬৮ সালে পুরান ঢাকার নারিন্দায় সাইদুল ইসলামের বাসায় সত্যেন সেন, গোলাম মোহাম্মদ ইদুসহ কয়েকজন সমাজসচেতন দুরন্ত তরুণের কলমে লেখা হয়েছিল উদীচীর সূচনাপর্বের ইতিহাস। ওই বছরের ২৯ অক্টোবর রাজধানীর শান্তিবাগে রহিমা চৌধুরানীর বাড়িতে আনুষ্ঠানিক যাত্রা করে সংগঠনটি।

শুধু গণসংগীতেই সীমিত ছিল না উদীচীর ভ্রমণ। পাশাপাশি নিয়মিত মঞ্চস্থ করেছে নাটক। কখনো কখনো শত্রুর চোখরাঙানি, বুলেট, বোমা থামিয়ে দিতে চেয়েছে উদীচীর কর্মকাণ্ড। কিন্তু সত্যেন সেনের সঞ্জীবনী সংগীত ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচিত গান মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেওয়া প্রাণ’ উদীচীর কর্মীদের নিরন্তর অনুপ্রাণিত করেছে। কর্মীরা ছুটে গেছেন মানুষের কাছে। মানুষের মন জাগাতে, নিপীড়িত মানুষের মুক্তির আদর্শে অনুপ্রাণিত করতে।