গানটি শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ থেকে অনুপ্রাণিত

‘যায় কি ছেঁড়া’, ‘দুঃখ কি দেই খুব’, ‘ইচ্ছে হয়’, ‘বিশাল আকাশ হব’, ‘ভালোবেসেই মরি’, ‘একটু যদি তাকাও তুমি’, ‘মন ভালো নেই বলে’, ‘তাও কেন দেখছ না’—ফাহমিদা নবীর এমন শ্রোতাপ্রিয় গানের গীতিকার জুলফিকার রাসেল। এবার ফাহমিদা নবী রাসেলের লেখা আরেকটি গানে কণ্ঠ দিলেন।

ফাহমিদা নবী
ছবি : প্রথম আলো

‘জানি তো সহজ নয়’—এমন শিরোনামের রোমান্টিক কথার এই গানটি আজ শনিবার প্রকাশিত হয়েছে। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর করেছেন নচিকেতা ও তাতে সংগীতায়োজন করেছেন পঞ্চম। স্যাডো মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে গানটির একটি ভিডিও চিত্র। যেখানে সংগীতশিল্পী ফাহমিদা নবী নিজেও হাজির হয়েছেন।

ফাহমিদা নবী

এখন লন্ডনে আছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে তিনি বলেন, ‘রাসেলের লেখা এর আগে অনেক গান গেয়েছি। দারুণ কথার সেসব গান শ্রোতাদেরও ভীষণ পছন্দের। বিভিন্ন অনুষ্ঠানে যখনই পারফর্ম করতে যাই, গানগুলোর অনুরোধ আসে। শ্রোতারাও ঠোঁটে ঠোঁট মেলানোয় বুঝতে পারি, কতটা আপন করে নিয়েছে এসব গান। বরাবরের মতো এবারের গানটির কথাগুলো দারুণ। নচিকেতার সুন্দর সুর। সঙ্গে আমার ভাই পঞ্চমের অদ্ভুত সংগীতায়োজন। সব মিলিয়ে এটা অসাধারণ একটা গান হয়েছে। ভিডিওর কথা বলব না এখানে। কারণ, গান তো আসলে শোনার বিষয়, অনুভবের বিষয়। এই গানটিও একেবারে তাই। চোখ বুজে শুনলে যেকোনো শ্রোতা মুগ্ধ হবেন, কথা দিলাম।’

জুলফিকার রাসেল

জুলফিকার রাসেল বলেন, ‘শঙ্খ ঘোষের “সঙ্গিনী” কবিতাটি আমাকে এতটাই মুগ্ধ করেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করলাম। এটুকুও বলে রাখি, কবিতাটি থেকে একটি লাইনও আমি ধার করিনি। জানি না, কতটা ভালো লিখতে পেরেছি। বিচারের ভার শ্রোতাদের হাতে তুলে দিলাম।’