ঘরই এখন এই তরুণদের মঞ্চ

করোনাকালে বিনোদন অঙ্গন পুরোপুরি স্থবির ছিল না। লকডাউনে সবচেয়ে সক্রিয় ছিলেন তরুণ নৃত্যশিল্পীরা। লকডাউনে নিজেদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখতে নিয়মিত অনুশীলন করেছেন তাঁরা। নিজেদের চর্চা ও শিক্ষার্থীদের অনুশীলনের পাশাপাশি কেউ কেউ অংশ নিয়েছেন নানা রকম অনলাইন নৃত্যানুষ্ঠানে। কথা হলো পাঁচ ঘরানার পাঁচজন নৃত্যশিল্পীর সঙ্গে।

ঘর থেকে নানা কার্যক্রম চালাচ্ছেন তরুণ নৃত্যশিল্পীরাছবি: সংগৃহীত

শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে নিয়মিত অনুশীলন করেছেন নৃত্যশিল্পীরা। নাচের চর্চা ও শিক্ষার্থীদের অনুশীলনের পাশাপাশি কেউ কেউ অংশ নিয়েছেন নানা রকম অনলাইন নৃত্যানুষ্ঠানে। কথা হলো পাঁচ ঘরানার পাঁচজন নৃত্যশিল্পীর সঙ্গে।

র‍্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস
ছবি: সংগৃহীত

র‍্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস, গৌড়ীয়

অয়ন মুখোপাধ্যায়ের সেতারে র‍্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের পরিবেশনা বেশ প্রশংসা কুড়িয়েছিল ফেসবুকে। এখন পর্যন্ত দেড় লাখবার দেখা হয়েছে ভিডিওটি। লকডাউনে বন্ধ তাঁর কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস নিতে যেতে হচ্ছে না বলে হাতে এখন অঢেল সময়। অনলাইনে তাই নাচের নানা রকম আয়োজনে যুক্ত হচ্ছেন তিনি।

এরই মধ্যে অনলাইনে মিতরায়নের ডান্স ফেস্টিভ্যাল, সুরের ধারার নিউইয়র্কের করোনাকালীন তহবিল সংগ্রহের আয়োজন, শিলচর ও আসামের অনুষ্ঠানে যুক্ত হয়ে নাচ করেছেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের গৌড়ীয় নৃত্য ভাস্কর্য নিয়ে ভারতের আয়োজনে একটি ওয়েবিনারেও বক্তব্য দেন তিনি।


আসছে ২৩ আগস্ট লন্ডনের সুজাতা ব্যানার্জী ডান্স কোম্পানির আয়োজনে শুরু হচ্ছে নৃত্যের ম্যারাথন বা ড্যান্সাথন। টানা ৩৬ ঘণ্টা নৃত্য পরিবেশনা থাকবে সেখানে। বাংলাদেশ থেকে সেখানে নাচ করবেন র‍্যাচেল। ভারত থেকে এ অনুষ্ঠানে যোগ দেবেন কিংবদন্তিতুল্য নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ, নৃত্যশিল্পী শাশ্বতী সেন, বিজয় কুমার, তনুশ্রী শংকরসহ অনেকে। যুক্তরাজ্যের আকরাম খান ডান্স কোম্পানির কোরিওগ্রাফার মাভিন খুসহ আর্জেন্টিনা, ব্রাজিল, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের মতো আরও বেশ কয়েকটি দেশ থেকে শিল্পীরা এতে যোগ দেবেন।

সুদেষ্ণা স্বয়ম্প্রভা
ছবি: সংগৃহীত

সুদেষ্ণা স্বয়ম্প্রভা, মণিপুরি

মণিপুরি নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ম্প্রভা সক্রিয় নাচের স্কুল নৃত্যনন্দন ও ছায়ানটের ক্লাস নিয়ে। গত মার্চ মাস থেকে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন তিনি। পুরোনো নাচ ঝালাই করে নতুন পাঠ দিচ্ছেন শিক্ষার্থীদের। পাশাপাশি নিজের নাচের গুরু বিম্বাবতী দেবীর কাছেও নানা রকম পাঠ নিচ্ছেন তিনি। গুরুর পাঠানো মণিপুরি একটি বোলের ওপর করোনার ওপর ছোট্ট একটি নৃত্য প্রযোজনা করে দেখিয়েছেন। তিনি বলেন, ‘লকডাউনের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। শেখা ও শেখানোর পাশাপাশি অনলাইনে বেশ কিছু নৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছি। সেগুলোর মধ্যে যুক্তরাজ্যের সাম্পাদের আয়োজনে পণ্ডিত রবিশংকরের জন্মশতবর্ষ উপলক্ষে নাচ করেছি, দক্ষিণ ভারতের কেরালার একটি নাচের উৎসবে অংশ নিয়েছি, উড়িষ্যা ডান্স একাডেমি ভুবনেশ্বর ও ইন্দো-আমেরিকান ডান্স ইনস্টিটিউটের আয়োজনে একটি অনুষ্ঠান রয়েছে প্রচারের অপেক্ষায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসের বিশেষ এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সঙ্গে নাচ করেছি। “পথের শেষে” কবিতাটি আবৃত্তি করেছেন আমার বাবা ভাস্বর বন্দ্যোপাধ্যায়।’

অমিত চৌধুরী
ছবি: সংগৃহীত

অমিত চৌধুরী, ভরতনাট্যম

ভরতনাট্যম শিল্পী অমিত চৌধুরী সক্রিয় তাঁর শিক্ষার্থীদের নিয়ে। গত এপ্রিল মাস থেকে অনলাইনে তাঁর নাচের ক্লাসে নিয়মিত যোগ দিচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৬০ জন শিক্ষার্থী। এ ছাড়া শিল্পকলা একাডেমির জন্যও নাচের ক্লাস করাচ্ছেন তিনি। গত জুন মাসে প্রতিষ্ঠানটির অনলাইন আয়োজন আর্টস অ্যাগেইনস্ট করোনায় নৃত্য পরিবেশন করেন তিনি ও তাঁর স্ত্রী নৃত্যশিল্পী সুইটি দাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের ডেমনেস্ট্রেটর অমিত চৌধুরী বলেন, ‘আমরা নাচের মানুষেরা সৌভাগ্যবান এ কারণে যে আমরা নিজেদের অনুশীলনের পাশাপাশি শরীরকেও ফিট রাখতে পারছি।’ অমিত জানান, চলতি মাস থেকে সপ্তাহ এক দিন করে নিজের গুরু রাজদ্বীপ ব্যানার্জির কাছে অনলাইনে ক্লাস করছেন তিনি।

পূজা সেনগুপ্ত
ছবি: সংগৃহীত

পূজা সেনগুপ্ত, সমসাময়িক

অনলাইনে নাচের ক্লাস নেওয়ার পাশাপাশি নতুন নৃত্য প্রযোজনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সমসাময়িক নাচের শিল্পী পূজা সেনগুপ্ত। তুরঙ্গমীর জন্য নতুন চিত্রনাট্য তৈরি করছেন এই শিল্পী। এ ছাড়া নিজেদের কাজের সুবিধার্থে ভিডিও সম্পাদনার কাজও শিখছেন। পূজা বলেন, ‘শেখানোর পাশাপাশি অন্যদের ওয়ার্ক আউট অনুসরণ করছি, অ্যানিমেশন প্র্যাকটিস করছি। দল বেঁধে আমাদের ব্যায়াম, অনুশীলন, অধ্যয়ন ও অভ্যাসের অনুশীলন বেশ জনপ্রিয়তা পেয়েছে।’


অনলাইনে নাচের স্কুলটা বড় হলে নিজেদের জন্য অ্যাপ তৈরি করে নেবেন তাঁরা। এখন থেকে প্রতি তিন মাস পর ঢাকার বাইরের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে করাবেন কর্মশালা। পূজা মনে করেন, দূরে দূরে থেকেও একসঙ্গে অনেক বড় কাজ করা যায়।

মোফাসসাল আল আলিফ
ছবি: সংগৃহীত

মোফাসসাল আল আলিফ, বলিউড

মুম্বাইয়ের টেরেন্স লেউইচ কনটেমপোরারি ডান্স কোম্পানি থেকে বলিউড ড্যান্সের প্রশিক্ষণ নিয়েছিলেন শিল্পী মোফাসসাল আল আলিফ। বলিউডের নৃত্য ঘরানার নিজস্ব অনুশীলনের পাশাপাশি ময়মনসিংহে বসে তিনি কনটেমপোরারি, ইয়োগা, হাইহিল ডান্স ও বলি–হপ ক্লাস করাচ্ছেন অনলাইনে। নামকরা নাচের গুরুদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকায় অনলাইনে এই ঘরানার ক্লাস করছেন তিনি নিজেও। আলিফ জানান, শিগগিরই ঢালিউডের জন্য নাচের কোরিওগ্রাফি করবেন তিনি। শিগগিরই সরাসরি ড্যান্স ফ্লোরে ফিরবেন এই তরুণ শিল্পী। আর করোনার পর আবার উচ্চতর প্রশিক্ষণ নিতে যাবেন মুম্বাই।