ঘরে ফিরলেন সোনম
টানা তিন মাস শুটিং শেষে ঘরে ফিরলেন সোনম কাপুর। এই সময়টা দিল্লিতেই কাটাতে হয়েছে তাঁকে। মুম্বাইতে ফিরে পরিবার আর বন্ধুদের একটু সময় দিচ্ছেন তিনি। ফিরেই হোলি। সময়টা তাই দারুণ কাটছে।‘মুম্বাই থেকে খুব কমই আমি দূরে থাকি। কাজের জন্য বাইরে থাকলেও শহরটাকে খুব মিস করি। ফিরতে পেরে তাই ভালো লাগছে। বন্ধুরা আর পরিবারের সবাই অনেক দিন ধরেই অভিযোগ করছিল, তাদের আমি সময় দিচ্ছি না। তবে মুম্বাইতে ফিরেও আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি।’ বলেছেন সোনম কাপুর।ধানুশের সঙ্গে সোনম অভিনীত রানঝানা ছবিটি আসছে সামনে। শেষ হলো ভাগ মিলকা ভাগ ছবির শুটিং। মিড-ডে।