চলে গেলেন শোভা সেন

শোভা সেন
শোভা সেন

শোভা সেনের জন্ম ১৯২৩ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের ফরিদপুরে। তাঁর দুই সন্তান উদয়ন ও বিষ্ণুপ্রিয়া। একমাত্র পুত্র উদয়নের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শোভা সেন ১৯৬০ সালে প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বেথুন কলেজ থেকে স্নাতক করার পর শোভা সেন গণনাট্য সংঘে যোগ দিয়েছিলেন। এরপর লিটল থিয়েটার ও পিপলস থিয়েটারেও কাজ করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ও থিয়েটারের মধ্যে রয়েছে নবান্ন, ব্যারিকেড, টিনের তলোয়ার, তিতুমীর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেদেনী, একদিন প্রতিদিন, ভগবান শ্রীরামকৃষ্ণ, বৈশাখী মেঘ, দেখা, এক আধুরি কাহানি, শ্যাডো’স অব টাইম, আবহমান। ২০১০ সালে পেয়েছিলেন মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার।