চলেই গেলেন সোলসের সুব্রত বড়ুয়া রনি

সংগীতের ভুবনে সুব্রত বড়ুয়া রনির বিচরণ পাঁচ দশকের
ফেসবুক

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার সুব্রত বড়ুয়া রনি। শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন তিনি। আজ বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই সংগীততারকা। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

সুব্রত বড়ুয়ার মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সোলস ব্যান্ডের সাবেক সদস্য ও দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘বহুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন রনিদা। তাঁর শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও গত বছরের নভেম্বরে তাঁর আয়োজনে আমি একটি স্টেজ শো করেছিলাম। আজ সকালে মৃত্যুরে খবরটি শোনার পর মনটাই খারাপ হয়ে গেল। বিষাদের মেঘে ঢেকে গেল সংগীতাঙ্গনের আকাশ।’

সুব্রত বড়ুয়া রনি
ছবি : সংগৃহীত

কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড সংগীতে চট্টগ্রামের অবস্থান বরাবরই একটি উজ্জ্বল। ব্যান্ড সংগীতের বৈপ্লবিক সূচনায় চট্টগ্রামের যে কয়জন ছিলেন, রনিদা তাঁদের মধ্যে অন্যতম। আধুনিক চিন্তা ধারার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য।’

সুব্রত বড়ুয়া রনি
ছবি : সংগৃহীত

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়া সুব্রত বড়ুয়াকে আজ সকালে তাঁর জন্মস্থান চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পারিবারিক একটি সূত্রে জানা গেছে, শুরুতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে। সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নগরের মোহরা এলাকার বৌদ্ধবিহারে ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানালেন চট্টগ্রামের অরিন্দম নাট্যসম্প্রদায়ের শাহরিয়ার আদনান।

সুব্রত বড়ুয়া রনি
ফেসবুক

২০২০ সালে মহামারিকাল শুরুর আগে রনির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ঢাকায় তাঁর চিকিৎসা শুরু হয়। শুরুর দিকে সংক্রমণ ছড়িয়ে পড়লেও চিকিৎসকেরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হাল ছাড়েননি রনিও। দুরারোগ্য এ ব্যাধি থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যান তিনি। অবশেষে আজ ক্যানসারের কাছে হার মানলেন তিনি।

সংগীতের ভুবনে সুব্রত বড়ুয়া রনির বিচরণ পাঁচ দশকের। স্বাধীনতার ঠিক পরের বছর চট্টগ্রামের কয়েকজন গানপ্রেমী তরুণ গঠন করেন গানের দল সোলস, যার মধ্যে অন্যতম সুব্রত বড়ুয়া রনিও। সেই ব্যান্ডের হয়েই সুদীর্ঘ পথচলা তাঁর।