জাপানে ছবি পাঠাও

জাপানের অনুষ্ঠেয় ১৮তম কানাগাওয়া বিয়েনিয়েল ওয়ার্ল্ড চিলড্রেনস আর্ট এক্সিবিশন ২০১৫-তে পাঠানোর জন্য চিত্রকর্ম আহ্বান করেছে বাংলাদেশ শিশু একাডেমী। ১ এপ্রিল ২০১৪-এর মধ্যে ৪ থেকে ১৫ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবে। ছবির মাপ হবে দৈর্ঘ্যে সর্বোচ্চ ৫৪ সেন্টিমিটার ও প্রস্থে সর্বোচ্চ ৩৮ সেন্টিমিটার। শিশু একাডেমীর জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী ১৬ অক্টোবর, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারিত ফরম সংগ্রহ করে ছবি পাঠাতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে ছবি পৌঁছাতে হবে জাপানের এই ঠিকানায়: Secretariat, The 18th Kanagawa Biennial World Children’s Art Exhibition Japan Overseas Cooperative Association, C/O Kanagawa Plaza for Global Citizenship 1-2-1, Kosugaya, Sakae-ka, Yokohama 247-0007, Japan.