ঢাকা সফরে নন্দিতা দাস

আজ সোমবার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা পৌঁছেছেন বলিউডের অভিনেত্রী নন্দিতা দাস। সঙ্গে আছেন তাঁর স্বামী সুবোধ মাসকারা। নন্দিতার এবারের ঢাকা সফর অবশ্য কোনো ছবির শুটিংয়ের জন্য নয়, একটি মঞ্চনাটকের কাজে তাঁরা ঢাকায় এসেছেন। নাটকের নাম ‘বিটুইন দ্য লাইনস’। কর্মসূচিসংশ্লিষ্ট ফোরথট পিআর-এর জনসংযোগ কর্মকর্তা এমরান মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন হোটেলের উত্সব হলে ‘বিটুইন দ্য লাইনস’ নাটকটি মঞ্চস্থ হবে। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও করবেন নন্দিতা দাস। এটি তাঁর পরিচালিত প্রথম মঞ্চনাটক।‘বিটুইন দ্য লাইনস’ নাটকের মূল বিষয়বস্তু সমসাময়িক শিক্ষিত ও অবস্থাপন্ন বিবাহিত দম্পতির আধুনিকতা ও চিরাচরিত ধ্যানধারণার সঙ্গে খাপ খাওয়ানোর টানাপোড়েন। নাটকটি প্রযোজনার দায়িত্ব পালন করছে নন্দিতা দাস ও সুবোধ মাসকারার প্রতিষ্ঠান ‘ছোটি প্রোডাকশন’। ঢাকায় ‘বিটুইন দ্য লাইনস’ নাটকটি মঞ্চায়নে মূল পৃষ্ঠপোষকতা করছে দ্য সিটি ব্যাংক। এ ছাড়া এর লাইফস্টাইল পার্টনার গীতাঞ্জলি, এয়ারলাইনস পার্টনার জেট এয়ারওয়েজ এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ফোরথট পিআর।‘বিটুইন দ্য লাইনস’ মঞ্চনাটক ছাড়াও নন্দিতা দাস ঢাকায় আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ১৯ নভেম্বর তিনি ঢাকা ছাড়বেন।