ঢাকায় 'মান্টো'

‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী
‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী

ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে দেখানো হবে ভারতীয় নির্মাতা নন্দিতা দাস পরিচালিত ছবি ‘মান্টো’। আগামী বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী দিন বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে ছবিটির বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে ছবি নিয়ে কথা বলবেন পরিচালক।

‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী
‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী

উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে বলিউডের ছবি ‘মান্টো’ ভারতে মুক্তি পায় গত ২১ সেপ্টেম্বর। ছবিতে ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের নানা সংকট তুলে ধরা হয়েছে। এ সাহিত্যিকের লেখা ছোটগল্প ‘দশ রুপিয়া’ দিয়ে শুরু করে ‘টোবাটেক সিং’ গল্প দিয়ে শেষ হয় ছবি। এর মাঝে দেখা যায় মান্টোর জীবন ও ‘ঠান্ডা গোশত’ গল্পের কিছু অংশ। মুম্বাই থেকে বিচ্ছিন্ন হয়ে লেখকের অগোছালো দিন-রাত, তাঁর বদলে যাওয়া, স্মৃতিকাতরতার যন্ত্রণা বড় পর্দার উপযোগী করে তুলে এনেছেন নন্দিতা দাস।

‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী
‘মান্টো’ ছবির দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী

‘মান্টো’ ছবিতে মান্টোর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাঁর স্ত্রী সাফিয়ার চরিত্রে রসিকা দুগাল, অভিনেতা শ্যাম চাড্ডার চরিত্রে তাহির ভাসিন ও সাহিত্যিক ইসমত চুগতাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রাজশ্রী দেশপান্ডে। চলতি বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ‘মান্টো’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। সে সময়ই পরিচালক প্রথম আলোকে বলেছিলেন, এ ছবি নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। ‘মান্টো’র আগে আরেকটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেন নন্দিতা দাস। নাম ‘ডিফেন্স অব ফ্রিডম’।