তাঁকে আটকায় কে!

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

আজ শনিবার, চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন। তাঁর বানানো ‘শনিবার বিকেল’ ছবিটি কবে দেখা হবে, কেউ বলতে পারি না। ছবিটা মুক্তির আগেই হইচই পড়ে গিয়েছিল, এমনকি সেন্সর বোর্ড আটকেও দিয়েছে সেটা। আন্তর্জাতিক অঙ্গন, যেখানে ছবিটবি আটকায় না, সেই মুক্তাঙ্গন ছবিটার স্বাদ পেয়েছে। সেখানে তাঁকে আটকায় কে!
চমকজাগানো বিজ্ঞাপন নির্মাতা ফারুকী যখন ‘ব্যাচেলর’ নিয়ে হাজির হলেন, মানুষ ধাক্কা খেয়েছিল। খায়নি? তারপর মুহুর্মুহু ধাক্কা ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’। তাঁর বানানো সিরিজ ‘৪২০’ এখনকার অনেক সিরিজের থেকেও ভাইরাল উপাদানে ভরপুর ছিল। এতটাই শক্তিশালী ও ইঙ্গিতপূর্ণ ছিল যে ধারাবাহিকটি বন্ধ করে দিতে হয়েছিল। অন্য নাটকগুলোর মধ্যে ‘৫১বর্তী’, ‘ক্যারাম’ নিয়ে লোকে এখনো কথা বলে।

ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অনেক অভিনেতার ভেতর থেকে ফারুকী টেনে বের করে এনেছেন ভেতরকার শিল্পীকে। মোশাররফ করিম কি তাঁদের একজন নন? অনেকেই একমত হবেন, মেধাবী অভিনেতা মোশাররফ করিমকে সব থেকে সফলভাবে পর্দায় উপস্থাপন করেছেন যে পরিচালক, তিনি মোস্তফা সরয়ার ফারুকী। এ রকম আরও অভিনেতার নাম করা যায়, ফারুকীর ফ্রেমের ভেতর দিয়ে যাঁরা নতুন করে নিজের অবস্থান জানতে ও জানাতে পেরেছেন।

স্ত্রী তিশার সঙ্গে ফারুকী। ছবি: সংগৃহীত
স্ত্রী তিশার সঙ্গে ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকার বাইরের অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করানোর ব্যতিক্রম এক চমক দেখিয়েছেন ফারুকী সেই ‘পিঁপড়াবিদ্যা’ থেকে। ভারতের শিনা চৌহানকে দিয়ে কাজ করিয়েছেন নূর ইমরানের মতো একেবারে নতুন এক তরুণের সঙ্গে। বলিউড ও হলিউডের প্রিয় মুখ প্রয়াত ইরফান খানকে তিনি কেবল অভিনেতাই নয়, নিজের ‘ডুব’ ছবির প্রযোজক বানিয়ে ফেলেছিলেন। ‘নো ম্যানস ল্যান্ড’ নামে তাঁর নির্মিতব্য ছবিতে দেখা যাবে বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। ফারুকীর ছবির দোকান ছবিয়াল থেকে শুধু ছবি বের হয়নি, মেকারও বের হয়েছে। তাঁর শিষ্যরা ভালো ছবি বানিয়ে নাম কামাচ্ছেন, এ জন্যও ফারুকী একটা বাড়তি ‘লাইক’ পাওয়ার দাবি রাখেন।

প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে ফারুকী। ছবি: সংগৃহীত
প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে ফারুকী। ছবি: সংগৃহীত

বন্ধুবিয়োগের এই লগ্নে, লকডাউন ও মহামারিতে জন্মদিনটা মন খারাপ করে কাটছে হয়তো এই নির্মাতার। তবু আমাদের চলচ্চিত্রকার ফারুকীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। প্রত্যাশা করি, অনেক দিন পর্যন্ত তিনি আমাদের জন্য কিছু না কিছু বানাবেন।