দুদিন পর নতুন খবর দেবেন মিম

বিদ্যা সিনহা মিম।ছবি : ইনস্টাগ্রাম

গত বছরের শেষ দিকে শুরু করেছিলেন ‘দামাল’ সিনেমার শুটিং। করোনার কারণে শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সময় নিয়েই ছবিটির কাজ করেছেন পরিচালক। সম্প্রতি এই ছবির পুরো শুটিং শেষ হয়েছে। তাহলে নতুন কোনো ছবির খবর দেবেন কি মিম? জানতে শুক্রবার সন্ধ্যায় কথা প্রসঙ্গে মিম জানালেন, ‘দুটো দিন সময় দিন। তখন আপনাদের নতুন ছবির খবর দিতে পারব।’

বিদ্যা সিনহা মিম
ফেসবুক থেকে

নতুন ছবির নাম কী? পরিচালক কে? সহশিল্পী কারা? এসব প্রশ্ন করতেই মুখে কুলুপ এঁটে বসলেন মিম। জানালেন, ‘এসবের কিছুই জানানো যাবে না। নিষেধ আছে। আর তো মাত্র দুই দিন। চুক্তিপত্রে স্বাক্ষর করি, তারপর বিস্তারিত জানাতে পারব।’

নতুন ছবির পরিচালকের সঙ্গে আগে কখনো কাজ করা হয়েছে? ‘না, সব যদি ঠিক থাকে, তাহলে প্রথমবার এই পরিচালকের পরিচালনায় অভিনয় করা হবে। গল্পটা ব্যতিক্রম। তবে এটা মোটেও প্রেমের গল্প নয়। এই ছবিতে নায়ক-নায়িকাও থাকছে একাধিক। সবকিছু মিলিয়ে অন্য রকম কিছু একটা হতে যাচ্ছে বলে মনে করছি।’

বিদ্যা সিনহা মিম
ছবি: ফেসবুক

একটা সময় নাটক দিয়ে অভিনয় শুরু করলেও মিম এখন সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। নন্দিত লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ তাঁর অভিনীত প্রথম সিনেমা। ২০০৮ সালে ছবিটি মুক্তি পায়। ২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিদ্যা সিনহা মিম।
ফেসবুক থেকে

এদিকে করোনার কারণে মিম অভিনীত একটিমাত্র সিনেমা ‘ইত্তেফাক’–এর শুটিং স্থগিত হয়ে আছে। রায়হান রাফির এ ছবি ছাড়াও ‘পরাণ’ ও ‘দামাল’–এর কাজ পুরোপুরি শেষ করেছেন। অভিনয়জীবনে এই পরিচালকেরই তিনটি সিনেমায় অভিনয় করেছেন মিম।

বিদ্যা সিনহা মিম
ছবি : ইনস্টাগ্রাম

‘দামাল’ সিনেমায় মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম, শরিফুল রাজ, সুমিত, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনার সঙ্গে এই সময়ের গল্পের মিশেলে তৈরি হয়েছে ‘দামাল’।