দেশীয় শিল্পীদের সুরক্ষা দেওয়াই সরকারের লক্ষ্য

তথ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র শিল্পীরা

‘বিদেশি শিল্পী কিংবা বিদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে আনা বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। এই মুক্তবাজার অর্থনীতিতে যে কেউ যে কাউকে দিয়ে বিজ্ঞাপন বানাতে পারেন। সরকারের লক্ষ্য দেশের শিল্পীদের সুরক্ষা দেওয়া।’ আজ অভিনয়সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলে বাড়তি ফি দিতে হবে, এমন নিয়ম করায় অভিনয়শিল্পীরা তথ্যমন্ত্রীকে অভিনন্দিত করেন।

শিল্পীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য শিল্পীদের সুরক্ষা দেওয়া, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমাদের টেলিভিশনে বিজ্ঞাপনের একটি বিরাট অংশ বিদেশি শিল্পীদের দিয়ে বানানো হয়। সেই শিল্পীরাও প্রথম শ্রেণির নয়, অন্য দেশের দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের শিল্পী। কিন্তু আমাদের মডেল ও শিল্পীরা দেখতেও সুন্দর, স্মার্ট ও ভালো অভিনয় করেন।’

তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনয়শিল্পী সংঘের শিল্পীরা

তিনি বলেন, ‘বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণে আমরা প্রথমে ৫ লাখ টাকা ফির কথা চিন্তা করেছিলাম। অনেক শিল্পীর পারিশ্রমিক ৫ লাখ টাকা হয় না। সেই বিবেচনায় আপাতত শিল্পীপ্রতি ভ্যাট এবং আয়কর বাদে ২ লাখ টাকা ফি নির্ধারণ হয়েছে।’

সভায় অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম দেশের শিল্প-সংস্কৃতি ও শিল্পীদের রক্ষায় এই নীতিমালা সংশোধনকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন।

উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারসচিব মকবুল হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক এস এ হক অলীক, অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি প্রমুখ।