নতুন গানে নতুন মিলা!
সংগীতশিল্পী মিলা তিন বছর পর নতুন গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন। আগামীকাল বুধবার ইউটিউবসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রকাশিত হবে মিলার নতুন একক অ্যালবামের ‘ঈশ্বর জানে’ গানের মিউজিক ভিডিও। নতুন এই গানে নতুনভাবে তাঁকে খুঁজে পাওয়া যাবে বলেই জানিয়েছেন মিলা।মিলা বলেন, ‘আগের অ্যালবামগুলোতে দর্শক-শ্রোতারা আমাকে অনেক ধরনের গান করতে দেখেছেন। সেসব গানের ভিডিওতে আমার উপস্থিতিও ছিল একটু অন্য রকম। এবারই প্রথম সুফি ঘরানার একটি চমত্কার প্রেমের গান করলাম। আমার খুবই পছন্দের গান, যা এর আগে কখনো আমার ভক্ত কিংবা দর্শক-শ্রোতা আমার কাছে পাননি।’ নিজের নতুন একক অ্যালবাম প্রকাশের প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুরুতে একটি গানের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মিলা। তাঁর নতুন অ্যালবামের নাম ‘আন-সেন্সরড’। অ্যালবামের সব কটাি গানই পুরোপুরি তৈরি হয়ে গেছে। নিজের স্টুডিও দি এক্সপেরিমেন্টে গত তিন বছর পুরো অ্যালবামের কাজ করেছেন মিলা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এবারই প্রথম নিজের অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিলা। এ নিয়েও তিনি বেশ উচ্ছ্বসিত। পাশাপাশি এক ধরনের শঙ্কা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।এ প্রসঙ্গে মিলা বলেন, ‘তৃতীয় একক অ্যালবাম প্রকাশের পরপরই সিদ্ধান্ত নিয়েছিলাম পরের অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনার। সে হিসেবে প্রস্তুতিও নিয়েছি। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ মেধা দিয়ে অ্যালবামের সবগুলো গান শ্রোতাদের শোনার উপযোগী করে তৈরি করার।’এদিকে ‘ঈশ্বর জানে’ গানের মাধ্যমে তিন বছর পর দর্শক-শ্রোতারা মিলার নতুন কোনো গান শুনতে যাচ্ছে। তিন বছর বিরতির কারণ হিসেবে মিলা বলেন, ‘প্রথম কয়েক বছর এত বেশি কাজ করেছি যে নিজের কাছে নিজেকে একেবারে একঘেয়ে মনে হয়েছে। তাই একটু বিশ্রাম নিতে চেয়েছি। সময় নিয়ে পরের অ্যালবামের কাজটা করতে চেয়েছি। বলতে পারেন, নিজের জন্যই এই সাময়িক বিরতি। তা ছাড়া, “আন-সেন্সরড” অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত আমারই করা; তাই সময়টা একটু বেশিই নিতে হলো। আশা করছি, এই সময় নেওয়াটা দর্শকদের নিরাশ করবে না।’ মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশিত হয়েছিল ২০০৬ সালে। এরপর প্রকাশিত হয় ‘চ্যাপ্টার টু’ (২০০৮) ও ‘রি-ডিফাইন্ড’ (২০০৯)।