নাট্যকর্মীদের মে দিবস পালন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ যৌথভাবে আজ মহান মে দিবস পালন করবে। সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে বিকেল সাড়ে চারটায় হবে আলোচনা ও প্রতিবাদী পথনাটকের প্রদর্শনী। পথনাটক পরিবেশন করবে নাট্যধারা, ইউনিভার্সেল থিয়েটার, ভিশন থিয়েটার, নাট্যকেন্দ্রসহ আরও কয়েকটি নাটকের দল।