‘নারী মানে শক্তি, নারী মানে ক্ষমতা’

গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনোদন অঙ্গনের নারীরা লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে

গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনোদন অঙ্গনের নারীরা লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একনজরে পড়ে নিন বিশেষ এই দিনে কী লিখলেন জয়া আহসান, সাফা কবির, মম আর নাবিলা।
জয়া আহসান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়া আহসান আনন্দবাজার পত্রিকায় বেশ বড় একটি লেখা লিখেছেন। তার শুরুটা এমন, ‘আন্তর্জাতিক নারী দিবস এলে আজকাল আমার কাছে শঙ্খ ঘোষের অতিপরিচিত সেই কবিতার চরণই মনে ফিরে ফিরে আসে, “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।”

জয়া আহসান
সংগৃহীত

পণ্য, ভোগ আর প্রচার—এসবের আতিশয্যে এই দিনের মহিমা যেন ঢাকাই পড়ে গেছে।’ আর শেষ করেছেন এভাবে, ‘আমি ভীষণভাবে আশাবাদী। কারণ, নিজের জীবনে আমি দেখেছি, পথ সব সময়ই এবড়োখেবড়োই থাকে। সেই পথ ভেঙেই এগিয়ে যেতে হয়। ইতিহাসে সেভাবেই আমরা এগিয়েছি। তবে এর জন্য দরকার হয় নিরন্তর স্বপ্নের, প্রতিজ্ঞার, অধ্যবসায়ের আর নিজের শক্তির ওপর আস্থার। আমি নারীর জয়ে বিশ্বাসী। কারণ, আমি মানুষের জয়ে বিশ্বাসী।’

সাফা কবির।
ছবি: প্রথম আলো

সাফা কবির
ছোট পর্দার এই তারকা লিখেছেন, ‘তিনিই শক্তিশালী নারী, যিনি গভীরভাবে অনুভব করেন। নির্ভীকভাবে ভালোবাসেন। তিনি যেমন হাসেন, তেমনই সাবলীলভাবে কাঁদেন। একজন শক্তিশালী নারী একই সঙ্গে কোমল আর কঠিন। তিনি যতটা বাস্তববাদী, ততটাই আধ্যাত্মিক। একজন শক্তিশালী নারী উদারভাবে ভালোবাসেন, ক্ষমা করেন, হেঁটে চলে যান, পড়ে যান, উঠে দাঁড়ান, আবার চেষ্টা করেন কিন্তু কখনোই হাল ছেড়ে দেন না। তিনি তাঁর পরিবারকে একজন যোদ্ধার মতোই সুরক্ষিত রাখেন। একজন নারী অসম্ভব ক্ষমতাধর। বিশ্বের নারীদের, যোদ্ধাদের আমার ভালোবাসা।’

জাকিয়া বারী মম
ছবি:সংগৃহীত

মম
এই ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পী নারী দিবসে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের ‘সংকোচের বিহ্বলতা’ কবিতা।
‘“মুক্ত করো ভয়
আপনা মাঝে শক্তি ধরো
নিজেরে করো জয়”
নারীর শক্তি নারী নিজেই।’
তারপর তিনি সব নারীকে জানিয়েছেন নারী দিবসের শুভেচ্ছা।

মডেল: নাবিলা

নাবিলা
ছোট ও বড় পর্দার এই অভিনেত্রী লিখেছেন, ‘নারী মানে শক্তি, নারী মানে ক্ষমতা। জন্মের পর থেকে সামাজিক বাধা অতিক্রম করে নিজের সত্তা বিকাশের চ্যালেঞ্জ নিয়ে সে বড় হতে থাকে। নিজের ঘর, পরিবার, পরিজন ছেড়ে অন্য এক পরিবেশে গিয়ে যোগ হয় নতুন চ্যালেঞ্জ। সে তার ক্ষমতার জাদুবলে তার শরীরে বড় করে আরেক প্রাণ। নিজের পরিবার, পেশাগত দায়িত্ব সামলে সে সন্তান বড় করে। নারীর সহনশীলতা তুলনাহীন। সে নিজেই ক্ষমতার উৎস।’

ফেসবুকে এ ছবিটি শেয়ার করেছেন নাবিলা