নারীকে সম্মান করুন: অমিতাভ বচ্চন
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন নারীর প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লেখা ব্লগে অমিতাভ বচ্চন এ আহ্বান জানান।কেউ যেন নারীর প্রতি সহিংস আচরণ না করে, নারীকে অসম্মান বা অবজ্ঞা না করে, সে বিষয়ে খেয়াল রাখতে অনুরোধ করেছেন তিনি।নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘নারীমুক্তির জন্য সবার সচেতন হওয়া উচিত। নারীর প্রতি অসম্মান বন্ধ করতে হবে। আমাদের জীবনে নারীর অবদান মর্যাদার সঙ্গে দেখতে হবে। তাদের বিপদে সুরক্ষা দিতে হবে। নারীকে অসম্মান করবে যারা, তাদের বিরুদ্ধে শক্ত হতে হবে।’ এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।প্রকাশ ঝাঁ পরিচালিত ‘সত্যাগ্রহ’ চলচ্চিত্রে অভিনয় করছেন ৭০ বছর বয়সী বিগ বি। এ চলচ্চিত্রে অজয় দেবগন, অর্জুন রামপাল, মনোজ বাজপায়ি, কারিনা কাপুরের মতো তারকারা অভিনয় করছেন। রাজনীতি, সাংবাদিকদের জীবন আর সত্যাগ্রহ আন্দোলনের পটভূমিতে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি।