প্রীতির টক শো
এবার ছোট পর্দায় আসছেন প্রীতি জিনতা। উপস্থাপনা করবেন এক আলাপচারিতার অনুষ্ঠানে। এর নাম আপ ক্লোজ অ্যান্ড পারসোনাল উইথ পিজেড। এতে প্রীতির সঙ্গে আলাপচারিতায় থাকবেন বলিউডের নামজাদা সব তারকা। তাঁরা জানাবেন তাঁদের জীবনকাহিনি, ক্যারিয়ারের কথা, অজানা সব তথ্যসহ আরও অনেক কিছুই। প্রীতি বললেন, ‘উত্তেজনার সঙ্গে অপেক্ষার প্রহর গুনছি আমি। দর্শকের সামনে বড় বড় তারকাকে মেলে ধরার এ এক চম ৎ কার মঞ্চ।’ আলাপচারিতার এই শো আগামী ৩ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ইউটিভিতে। পিটিআই।