ফেসবুকে 'বাক্সবন্দী' নাচ, গানের আসর

অনলাইন অনুষ্ঠান ‘বাক্সবন্দী বৈশাখ’-এর পোস্টার
অনলাইন অনুষ্ঠান ‘বাক্সবন্দী বৈশাখ’-এর পোস্টার

বাংলা নতুন বছর বরণ করে নিতে ‘বাক্সবন্দী বৈশাখ’ নামে একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন সাধনা। এতে নাচ, গান, আবৃত্তিতে অংশ নিয়েছেন নানা অঙ্গনের শিল্পীরা। পয়লা বৈশাখ, অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাধনার ইভেন্ট পেজে (https://bit.ly/2V3AGwF) দেখা যাবে অনুষ্ঠানটি।

ঘরে বসে এ অনুষ্ঠানের জন্য ভিডিও তৈরি করেছেন শিল্পীরা। এ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৃত্য পরিচালক লুবনা মারিয়াম। তিনি ছাড়াও নৃত্য পরিকল্পনা এবং পরিচালনা করেছেন অমিত চৌধুরী, সুইটি দাশ চৌধুরী, জুয়েইরিয়াহ মৌলি, অর্থী আহমেদ, হাসান ইশতিয়াক ইমরান, আরিফুল ইসলাম অর্ণব, আনন্দিতা খান, তাসকিন আনহা, সিন্থিয়া ইয়াসমীন, শাম্মী আখতার, পার্সা ইভানা, আবু নাঈম, অলোকা দাশ প্রান্তি, অভিরূপ শর্মা ও অনিকা।

অনলাইনের এ আয়োজনে গান করবেন নির্ঝর চৌধুরী, তানজিনা তমা, শিমু দে, আশিকুর রহমান। আবৃত্তি করবেন সাইমূল ইসলাম পুলক, রেহানা হক পলি। অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করেছেন তাসকিন আনহা।

সাধনার শিল্পীরা ছাড়াও এ প্রযোজনায় অংশ নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকি, শিল্পী আনুশেহ আনাদিল, সেঠ পান্ডুরাঙ্গা, আরাশ, রাহা এবং সৈয়দ রাশেদ ইমাম তন্ময়।

কোভিড-১৯ মহামারির এই সংকটকালীন সময়ে সংস্কৃতিকর্মী ও শিল্পাঙ্গনের মানুষদেরও সহযোগিতার প্রথম প্রচেষ্টা হিসেবে এ আয়োজনটি করছে সাধনা। এর অন্যতম লক্ষ্য শিল্পের মাধ্যমে ইতিবাচকতা এবং সহানুভূতি ছড়িয়ে দেওয়া।

উল্লেখ্য করোনাভাইরাসের আতঙ্কে গৃহবন্দী বিশ্ব। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা শিল্পীরা অনলাইনে নানাভাবে উজ্জীবিত করার চেষ্টা করছে ঘরবন্দী মানুষদের। এ রকম এক সময়ে আসছে বাংলা নববর্ষ। অনলাইনেই এ বছর নতুন বছরকে বরণ করার আয়োজন করবেন শিল্পীরা।