বলিউডে আগ্রহী মনিকা বেলুচ্চি
ভালো চরিত্র পেলে সত্যিই আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই।’ সম্প্রতি এভাবেই হিন্দি ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন প্রখ্যাত ইতালীয় মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শিগগিরই ভারত আসতে চান বলেও জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী।সম্প্রতি মনিকা বেলুচ্চির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁকে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের ‘পানি’ চলচ্চিত্রে অভিনয়ের কোনো প্রস্তাব দেয়া হয়েছে কিনা, এ প্রসঙ্গে মনিকা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘১৯৯৪ সালে মুক্তি পাওয়া শেখর কাপুরের ব্যান্ডিট কুইন ছবিটি দেখেছিলাম। কিন্তু কখনোই তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব আমি পাইনি।’ কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হিন্দি ছবি আমি অনেক পছন্দ করি। ভালো চরিত্র পেলে অবশ্যই আমি হিন্দি ছবিতে অভিনয় করব।’ মনিকা বেলুচ্চি তাঁর ভবিষ্যত্ ভারত সফর প্রসঙ্গে বলেন, ‘এখনো পর্যন্ত ভারত ভ্রমণের সুযোগ আমার হয়নি। তবে আশা করছি, শিগগিরই দেশটিতে যেতে পারব আমি।’ সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কয়েক বছর আগে সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয়ের জন্য মনিকাকে প্রস্তাব দিয়েছিলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত জগমোহন মুন্দ্রা। তবে প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেননি মনিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ। এর আগে একটি হিন্দি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল আমাকে। কিন্তু ছবিটির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলাম।’