বলিউডের সবাইকে ডিঙিয়ে সানি লিওন!
ক্যাটরিনা কাইফ, প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে সালমান খান এমনকি শাহরুখ খানের মতো তারকাকেও পেছনে ফেলে ‘অনলাইনে খোঁজা’র হিসাবে সবাইকে ডিঙিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল-অভিনেত্রী সানি লিওন।শুধু গত ডিসেম্বরের হিসাবেই অনলাইনে সানিকে খোঁজা হয়েছে সাড়ে তিন কোটিবার! এর মধ্য দিয়ে পুরো বিশ্বে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন বলিউডি তারকাদের মধ্যে শীর্ষে উঠে এসেছে সানির নাম।বেশ বড় ব্যবধানেই বলিউডের প্রথম সারির সব তারকাকে পেছনে ফেলেছেন ‘জিসম ২’ হিসেবে খ্যাত ৩১ বছর বয়সী এ তারকা। সানির পরের অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ। তাঁকে খোঁজা হয়েছে ১.৬ কোটিবার, যা সানির চেয়ে যথেষ্টই কম। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে জিনিউজ ব্যুরো। অনেক দিন ধরেই একে-অন্যকে আক্রমণ করে প্রায়ই খবরের শিরোনাম হয়ে আসছেন বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা সালমান ও শাহরুখ। কে কাকে ছাপিয়ে যাবেন, এটা নিয়ে সব সময় নীরব প্রতিযোগিতায় মেতে থাকেন তাঁরা। তবে জনপ্রিয়তার দৌড়ে এবার শাহরুখকে ছাপিয়ে গেছেন সালমান। অনলাইনে সালমানকে খোঁজা হয়েছে এক কোটিবার। অন্যদিকে, শাহরুখকে খোঁজা হয়েছে ৪৮ লাখবার।পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ ছবির মাধ্যমে সানি লিওনের বলিউডে অভিষেক ঘটে ২০১২ সালে। প্রথম ছবিতে সাফল্যের রেশ ধরে স্বামীর সঙ্গে ভারতে স্থায়ী নিবাস গেড়েছেন সাবেক এ পর্নো তারকা। এই মুহূর্তে একতা কাপুরের ‘রাগিনি এমএমএস ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সানি।