বিবাদ মেটালেন মেগান ফক্স-মাইকেল বে
নির্মাতা মাইকেল বে’র সঙ্গে বিবাদে জড়িয়ে জনপ্রিয় ‘ট্রান্সফরমারস’ সিরিজের ছবি থেকে বাদ পড়েছিলেন হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। সম্প্রতি বিবাদ মিটিয়ে মাইকেল বে প্রযোজিত ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলস’ ছবির সিক্যুয়েলে কেন্দ্রীয় নারী চরিত্রে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করলেন তিনি। মাইকেল বে’র পরিচালনায় ‘ট্রান্সফরমারস’ সিরিজের প্রথম দুটি ছবিতে অভিনয় করেছিলেন মেগান। কিন্তু মাইকেলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় ২০১১ সালে মুক্তি পাওয়া সিরিজের তৃতীয় ছবি ‘ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন’ থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তবে সম্প্রতি বিবাদ মিটিয়েছেন মেগান এবং মাইকেল। ‘নিনজা টারটেলস’ ছবির পরবর্তী সিক্যুয়েলে এপ্রিল ও’নেইল চরিত্রে দেখা যাবে মেগানকে। জানিয়েছে হলিউড রিপোর্টার। সম্প্রতি মাইকেল নিজেই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন তাঁর ওয়েবসাইটে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘মেগান ফক্সকে আবার আমাদের পরিবারে ফিরিয়ে আনছি।’ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কয়েক দফা আলোচনার টেবিলে বসে নিজেদের ভেতরের চলমান বিবাদকে বিদায় দিয়েছেন মাইকেল এবং মেগান। ‘নিনজা টারটেলস’ সিরিজের এই ছবিটি প্রযোজনা করছে মাইকেলের প্লাটিনাম ডিউনস প্রোডাকশন কোম্পানি। এই প্রতিষ্ঠানের আরও দুই অংশীদার হিসেবে আছেন ব্র্যাড ফুলার এবং অ্যান্ড্রু ফর্ম। এই মুহূর্তে ছবিটির শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে।