বিশ্বনাথনের প্রতিপক্ষ আমির

আমির খান ও বিশ্বনাথন আনন্দ

পর্দায় তিনি ক্রিকেটার আর কুস্তিগীর। বাস্তবে মিস্টার পারফেকশনিস্টের পছন্দ দাবা ও রুবিকস কিউব। এবার বাস্তবেও দাবার বোর্ডে চাল দেবেন আমির খান। তাঁর প্রতিপক্ষ দাবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

দাবা নিয়ে আমিরের আগ্রহ বেশ পুরোনো। ২০১৫ সালে মহারাষ্ট্র দাবা লিগের তৃতীয় পর্ব উদ্বোধনে অতিথি ছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, তাঁর প্রিয় খেলার মধ্যে দাবা অন্যতম। শুধু তা–ই নয়, দাবা নিয়ে ছবি বানাতে চান ‘দঙ্গল’ অভিনেতা। তিনি বলেছিলেন, ‘যদি কেউ আমার কাছে দাবা নিয়ে পাণ্ডুলিপি আনে, তাহলে আমি একটি ছবি বানাতে চাই।’

আমিরের দাবা নিয়ে ছবি করার কথা জানা যায়নি। এর মধ্যেই কুস্তি নিয়ে ছবিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন। তাঁর কাছে দাবা নিয়ে কেউ পাণ্ডুলিপি নিয়ে না এলেও এবার দাবাড়ু হওয়ার চমৎকার সুযোগ এসে গেল আমিরের কাছে।

আমির খান।
ফেসবুক থেকে

করোনায় সংকটে দাবা কমিউনিটির মানুষ। তাঁদের সহযোগিতার জন্য তহবিল গঠন করা হচ্ছে। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের সঙ্গে চেজ ডটকম এ উদ্যোগ নিয়েছে। ‘চেকমেট কোভিড’ নামের এ ইভেন্টে বেশ কজন বলিউড তারকা ভারতের গ্র্যান্ডমাস্টার ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে লড়বেন।

চেজ ডটকম থেকে টুইটারে এ খবর জানানো হয়। ১৩ জুন হচ্ছে ইভেন্টটি। আধা ঘণ্টা করে একেকজন তারকা আনন্দের বিরুদ্ধে লড়বেন। ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ লড়াই। লাইভ দেখা যাবে চেজকম ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে।

টুইটারের ওই পোস্টে লেখা হয়েছে, ‘এই মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছেন! দাবাপ্রেমী সুপারস্টার আমির খান একটি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন। তাঁর প্রতিপক্ষ থাকবেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।’

আর্থিক সহযোগিতার জন্যও আহ্বান করা হয় টুইটারে। ছিল আনন্দের সঙ্গে আমির খানের কোলাজ ছবি। আমির খান ছাড়াও আনন্দের সঙ্গে লড়বেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, সংগীতশিল্পী অরিজিৎ সিং ও অনন্যা বিরলা। বলিউডের বাইরের অন্যান্য খাতের জনপ্রিয় ব্যক্তিরাও এই লড়াইয়ে অংশ নেবেন।

‘লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্টলুকে আমির খান।
ইনস্টাগ্রাম

আমির খান ২০১৮ সালে অভিনয় করেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে। বক্স অফিসে ছবিটি খুব একটা সুবিধা করতে পারেনি। এবার আমির করেছেন টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ছবির হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’য়। এ ছাড়া আমির বাগিয়েছেন গুলশান কুমারের জীবনীভিত্তিক একটি ছবিও।