বৃষ্টিতে ভিজে শুটিং, বাদ যায়নি সন্ধ্যার শিয়ালের ডাক

দুই পরিচালক, নূরুল আলম আতিক ও মনোজ প্রামাণিক। ছবি: ফেসবুক।
দুই পরিচালক, নূরুল আলম আতিক ও মনোজ প্রামাণিক। ছবি: ফেসবুক।

মহামারির দিনে থেমে নেই দেশের গুণী নির্মাতা ‘ডুবসাঁতার’, ‘চতুর্থ মাত্রা’খ্যাত নূরুল আলম আতিকের কাজ। ঘরবন্দী সময়ে তিনি ‘পতঙ্গশিকারী ফুল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ২৫ মিনিটের এই সিনেমায় অভিনয় করেছে মনোজ প্রামাণিক। অনলাইনে পরিচালকের চিত্রগ্রহণের নির্দেশনা ও নানা পরামর্শ নিয়ে মনোজ এই ছবিতে নূরুল আলম আতিকের সঙ্গে যৌথভাবে পরিচালক হিসেবেও কাজ করেছেন। 


মনোজ প্রামাণিকের পরিচালক বনে যাওয়া নেহাতই পরিস্থিতির শিকার হয়ে, নাকি ভবিষ্যতে ক্যামেরার পেছনে চোখ রাখার ইচ্ছে আছে? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বললেন, ‘আমি তো দুই বছর ধরে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করছি। সেটা শখের বশে বলা যেতে পারে। তবে নূরুল আলম আতিকের সঙ্গে পরিচালক হওয়াটা একেবারেই সময়ের দাবিতে, প্রয়োজনে।’

চলছে ‘পতঙ্গশিকারী ফুল’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। ছবি: সংগৃহীত।
চলছে ‘পতঙ্গশিকারী ফুল’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। ছবি: সংগৃহীত।

কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই ‘অভিনেতা ও নির্মাতা’ বললেন, ‘একেবারেই অন্য রকম একটা অভিজ্ঞতা। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। পুরো কাজটাই গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে করা। আমি বাদে সবাই অপেশাদার। তাই অভিনয়ে একটা “র” সারল্য আছে। ঘোর বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজে কাজ করা। বাদ যায়নি সন্ধ্যাবেলার শিয়ালের ডাক। এর আগে আমার গ্রামে কোনো শুটিং হয়নি। গ্রামের মানুষের আগ্রহ, উদ্দীপনা আর সহযোগিতায় পুরো কাজটা সম্ভব হয়েছে। তাই ছবিটাকে “কমিউনিটি ফিল্ম” বললেও বাড়াবাড়ি হবে না। ইচ্ছা আছে, এটি প্রচারিত হওয়ার আগে ঢোলের বাদ্য বাজিয়ে গ্রামে প্রচার করব।’

মনোজ প্রামাণিক ছাড়া এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করা সবাই অপেশাদার ও নতুন মুখ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হুমায়রা স্নিগ্ধা ও বর্ণা পোদ্দার। তা ছাড়া আছে রাধানগরের শিশু শিল্পী জিৎ ও এই গ্রামের বেশ কিছু মানুষ।

‘পতঙ্গশিকারী ফুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত।
‘পতঙ্গশিকারী ফুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত।

করোনার দিনে ঈদুল ফিতরে ঘরে বসে নির্মাণ করা হয়েছিল সাত পর্বের সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ, নাম ‘ঘরবন্দী সময়ের গল্প’। এই ঈদেও নির্মিত হচ্ছে ‘ঘরবন্দী সময়ের গল্প সিজন-২’। এবারও সাত পরিচালক সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। তবে এবার সুমন আনোয়ার ও গৌতম কৈরির বদলে থাকছেন দীপংকর দীপন ও রায়হান রাফি। সঙ্গে আছেন আগের সিরিজের গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ ও সাফায়েত মনসুর রানা। দৈর্ঘ্য হবে ২০ থেকে ২৫ মিনিট। তাঁরই একটি নূরুল আলম আতিক পরিচালিত ‘পতঙ্গশিকারী ফুল’। আগের ঈদে এই পরিচালক এই অভিনেতাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘করোনার ফুল’।

‘পতঙ্গশিকারী ফুল’ ঈদের সপ্তম দিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।