ব্যবসাসফল পাঁচ ব্রিটিশ অ্যালবাম

২০০১ থেকে ২০১৯—বিশ্বসংগীতের দুনিয়ায় পা রেখেছেন নতুন অনেকে, প্রকাশ পেয়েছে অনেক অ্যালবাম। তার মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ অ্যালবামের এক তালিকা প্রকাশ করেছে বিবিসি রেডিও টু। অ্যাডেলের ‘টোয়েন্টি ওয়ান’ আছে সবার ওপরে। রেডিও টুর তালিকা থেকে প্রথম পাঁচটি নিয়ে লেখা হলো এখানে

১.
অ্যালবাম: টোয়েন্টি ওয়ান
শিল্পী: অ্যাডেল
মুক্তির তারিখ: ২৪ জানুয়ারি ২০১১
বিক্রির সংখ্যা: ৫১ লাখ কপি

অ্যাডেল যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। একুশ শতকের সফল পাঁচ অ্যালবামের মধ্যে দুটি অ্যালবামই তাঁর। ২১ বছর বয়সে দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করেন অ্যাডেল। তাই বয়সের সঙ্গে মিলিয়ে অ্যালবামের নাম রাখেন টোয়েন্টি ওয়ান। অ্যালবামের গানগুলো দিয়ে নিজেকেই নতুন করে চিনেছেন শিল্পী। জেনেছেন ক্ষমা কী। প্রকাশ করেছেন হৃদয় ভাঙার অনুভূতি। মুক্তির পর ৩০টি দেশের টপচার্টে জায়গা করে নেয় টোয়েন্টি ওয়ান। ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘সামওয়ান লাইক ইউ’, ‘রিউমার হ্যাজ ইট’ গানগুলো জায়গা করে নেয় সবার মনে। মারকিউরি প্রাইজ, ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড (২০১২) এবং ব্রিট অ্যাওয়ার্ডও জয় করে নেয় অ্যালবামটি। টানা ২৩ সপ্তাহ যুক্তরাজ্যের একাধিক তালিকার শীর্ষে অবস্থানের রেকর্ডও করে বসে। নারী শিল্পীর বেলায়ও এটা এক অনন্য রেকর্ড।