বড়দিন নিয়ে আবেগী কারিনা

‘নিজের জন্মদিন কিংবা নববর্ষে শুটিং করতে আমার আপত্তি নেই। কিন্তু বড়দিনের উৎসবে আমি মোটেও শুটিং করতে রাজি নই। এ উৎসবটি আমি মায়ের সঙ্গে কাটাতে চাই। এ দিনটি আমরা পরিবারের সবাই একসঙ্গে মিলিত হই। সবাই মিলে মজা করি, আনন্দ করি।’ মুম্বাই মিররে প্রকাশিত এক খবরে এভাবেই নিজের ইচ্ছার কথা বলেছেন বলিউডের এ সময়ের আলোচিত অভিনেত্রী কারিনা কাপুর।কারিনা আরও বলেন, ‘যেদিন থেকে আমি অভিনয় শুরু করেছি, তখন থেকেই বড়দিনে আমি কোনো শুটিং রাখি না। আমার কাছে সব সময়ই বড়দিন অন্য রকম একটা অর্থ বহন করে।’এবারের বড়দিনে শাহরুখ খানের ‘রা ওয়ান’ ছবির শুটিং ছিল কারিনার। উৎসবের এ দিনটি মায়ের সঙ্গে কাটানোর জন্য শাহরুখের কাছে ছুটির আবেদন করেন কারিনা। কিং খানও বড়দিন নিয়ে কারিনার আবেগের কথা ভেবে ছুটি মঞ্জুর করেন।এদিকে মুম্বাই মিররে প্রকাশিত খবরে কারিনার মা বলেছেন, ‘সারা বছর আমরা মা-মেয়ে দুজনেই ব্যস্ত থাকলেও এদিনটা ভালোভাবেই উপভোগ করি।’