ভোট দিয়ে খুশি তারকারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তারকাদের মধ্যে আগে থেকেই উন্মদনা ছিল। উন্মদনার ফলাফল দেশের মানুষ দেখেছে নির্বাচনী প্রচারের সময়। তারকাদের অনেকেই ছুটে গেছেন দেশের নানা প্রান্তে। ভোট চেয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীদের জন্য। যাঁরা দেশের নানা প্রান্তে যেতে পারেননি, তাঁরা আবার প্রচারে আশ্রয় নেন সামাজিক যোগাযোগমাধ্যমের। কেউ ভিডিও বার্তা দিয়ে আবার কেউবা নিজেদের দলের পক্ষে নানান ইতিবাচক যুক্তি তুলে ধরেন। জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন ঘিরে তারকাদের এমন উন্মাদনা দেশের মানুষ এর আগে কখনো দেখেনি।

এদিকে রোববার নির্বাচনের দিন তারকাদের সবাই বেশ উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে গেছেন। তারকাদের অনেকে ভোটকেন্দ্রে যাওয়ার আগে এবং ভোটকেন্দ্র থেকে বের হয়ে নিজেদের স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। অনেকের ছবি তাঁদের ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নিজ দায়িত্বে পোস্ট করেন। তারকাদের নির্বাচনী হালচাল নিয়ে এই প্রতিবেদন

১ / ১৫
ঢাকার বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। ছবি: সংগৃহীত
ঢাকার বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। ছবি: সংগৃহীত
২ / ১৫
মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে যান বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। বেলা সাড়ে তিনটার দিকে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান জনপ্রিয় এই নায়ক। ছবি: সংগৃহীত
মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে যান বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। বেলা সাড়ে তিনটার দিকে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান জনপ্রিয় এই নায়ক। ছবি: সংগৃহীত
৩ / ১৫
ঢাকার উত্তরা হাইস্কুলে দুপুর সাড়ে ১২টায় ভোট দিতে যান জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। ভোট প্রদান শেষে দেখা পান অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও পরিচালক রহমতুল্লাহ তুহিনের। ভোটকেন্দ্রের সামনে তোলা ছবিতে অন্যদের সঙ্গে তাঁরা তিনজন। ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরা হাইস্কুলে দুপুর সাড়ে ১২টায় ভোট দিতে যান জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। ভোট প্রদান শেষে দেখা পান অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও পরিচালক রহমতুল্লাহ তুহিনের। ভোটকেন্দ্রের সামনে তোলা ছবিতে অন্যদের সঙ্গে তাঁরা তিনজন। ছবি: সংগৃহীত
৪ / ১৫
সকাল সাড়ে নয়টায় ঢাকা সেনানিবাসের ধামালকোট আদর্শ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন চিত্রনায়ক ফেরদৌস। ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে এভাবেই পোজ দেন তিনি। ছবি: সংগৃহীত
সকাল সাড়ে নয়টায় ঢাকা সেনানিবাসের ধামালকোট আদর্শ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন চিত্রনায়ক ফেরদৌস। ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে এভাবেই পোজ দেন তিনি। ছবি: সংগৃহীত
৫ / ১৫
ঢাকা–১৪ আসনের ভোটার চিত্রনায়িকা অপু বিশ্বাস। বেলা আড়াইটায় মিরপুর মাজার রোডের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান এই নায়িকা। ছবি: সংগৃহীত
ঢাকা–১৪ আসনের ভোটার চিত্রনায়িকা অপু বিশ্বাস। বেলা আড়াইটায় মিরপুর মাজার রোডের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান এই নায়িকা। ছবি: সংগৃহীত
৬ / ১৫
মা–বাবার সঙ্গে গিয়ে বেলা দুইটায় ঢাকা–১৬ আসনের ভোটার অভিনয়শিল্পী বাঁধন ভোট প্রদান করেন। মিরপুর ১২ নম্বরের এমডিসি মডেল স্কুলে চমৎকার পরিবেশে ভোট প্রদান করেন বলে জানান তিনি। ছবি: সংগৃহীত
মা–বাবার সঙ্গে গিয়ে বেলা দুইটায় ঢাকা–১৬ আসনের ভোটার অভিনয়শিল্পী বাঁধন ভোট প্রদান করেন। মিরপুর ১২ নম্বরের এমডিসি মডেল স্কুলে চমৎকার পরিবেশে ভোট প্রদান করেন বলে জানান তিনি। ছবি: সংগৃহীত
৭ / ১৫
নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার আদর্শ উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। নারায়ণগঞ্জ ৫ আসনের বাসিন্দা বাপ্পীর সঙ্গে এ সময় ছিলেন তাঁর বাবা–মা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার আদর্শ উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। নারায়ণগঞ্জ ৫ আসনের বাসিন্দা বাপ্পীর সঙ্গে এ সময় ছিলেন তাঁর বাবা–মা। ছবি: সংগৃহীত
৮ / ১৫
ঢাকা–১৩ আসনের ভোটার চিত্রনায়ক মামনুন ইমন। আজ সকালে ঢাকার রামপুরার সালামবাগ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বসিত ইমন ‘ভি’ চিহ্ন দেখান। ছবি: সংগৃহীত
ঢাকা–১৩ আসনের ভোটার চিত্রনায়ক মামনুন ইমন। আজ সকালে ঢাকার রামপুরার সালামবাগ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বসিত ইমন ‘ভি’ চিহ্ন দেখান। ছবি: সংগৃহীত
৯ / ১৫
ভোট দেওয়ার পর সেলফিতে জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত
ভোট দেওয়ার পর সেলফিতে জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত
১০ / ১৫
ঢাকার কলাবাগান এলাকার মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী। ছবি: সংগৃহীত
ঢাকার কলাবাগান এলাকার মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী। ছবি: সংগৃহীত
১১ / ১৫
ভোট শেষে অভিনয়শিল্পী নাদিয়ার সেলফিতে অভিনয়শিল্পী মীর সাব্বির, চুমকী, পরিবারের সদস্যদের নিয়ে পরিচালক অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী। তাঁরা সবাই ঢাকা-১০ আসনের ভোটার। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তাঁরা। ছবি: সংগৃহীত
ভোট শেষে অভিনয়শিল্পী নাদিয়ার সেলফিতে অভিনয়শিল্পী মীর সাব্বির, চুমকী, পরিবারের সদস্যদের নিয়ে পরিচালক অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী। তাঁরা সবাই ঢাকা-১০ আসনের ভোটার। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তাঁরা। ছবি: সংগৃহীত
১২ / ১৫
দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী ঢাকার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি। ছবি: সংগৃহীত
দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী ঢাকার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি। ছবি: সংগৃহীত
১৩ / ১৫
মডেল ও চিত্রনায়ক নিরব ঢাকা–১৫ আসনের ভোটার। বিকেল পৌনে চারটায় তিনি ঢাকার কাফরুল এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন। ছবি: সংগৃহীত
মডেল ও চিত্রনায়ক নিরব ঢাকা–১৫ আসনের ভোটার। বিকেল পৌনে চারটায় তিনি ঢাকার কাফরুল এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন। ছবি: সংগৃহীত
১৪ / ১৫
ঢাকা–১৩ আসনের ভোটার সংগীতশিল্পী কোনাল। বেলা দুইটার দিকে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। ছবি: সংগৃহীত
ঢাকা–১৩ আসনের ভোটার সংগীতশিল্পী কোনাল। বেলা দুইটার দিকে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। ছবি: সংগৃহীত
১৫ / ১৫
ঢাকার শান্তিনগর এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
ঢাকার শান্তিনগর এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত