মমর হিন্দি ছবির শুটিং শুরু

জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য ২০১৭ সালের সেপ্টেম্বরে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। তখন ছবি নিয়ে কোনো কিছুই জানা যায়নি। ২১ মাস পর জানা গেল সামির খান পরিচালিত এই ছবির নাম ‘ম্যাক্স কি গান’। গতকাল শুক্রবার থেকে ভুটানে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মম। ছবিতে কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে তাঁকে।

ভুটান থেকে মম বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমার শুটিং শুরু হয়েছে। ছবিতে আমি সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, ভারত)–এর বিশেষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম জাকিয়া খান।’

সামির খান এর আগেও বাংলাদেশের চিত্রনায়ক নিরবকে নিয়ে তৈরি করেন শয়তান ছবিটি। ২০১৭ সালে ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভৌতিক ঘরানার এই ছবিটি। ২০১৭ সালেরই ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাই গিয়ে সামির খানের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন মম। মাঝে শুটিং বিলম্ব হওয়ায়

অনেকেই ধরে নিয়েছিলেন মমর হিন্দি সিনেমায় অভিনয় করা হচ্ছে না। সে আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি কাজ শুরু করলেন প্রথম হিন্দি সিনেমায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির পোস্টারও প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাবে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব চেষ্টা চলে। বিয়ষটি খতিয়ে দেখতে সিবিআই অফিসার জাকিয়া খান মাঠে নামেন।

ছবির প্রযোজক ফয়সাল সাইফ জানিয়েছেন, পাঁচ দিন আগে শুটিং শুরু হয় ভুটানে। মম শুটিং করছেন তিন দিন ধরে। আরও ১৫ দিনের শুটিং ভুটানেই হবে। পাঁচ দিনের বেশি শুটিং আছে মুম্বাইতে। ছবিটির শুটিং হবে ভুটান, ইন্দোনেশিয়া, চীন ও ভারতে। এতে আরও অভিনয় করছেন তেলেগু-তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পান্ডে, সোনম ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ।

রিয়েলিটি শো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান মম। প্রথম সিনেমা ছিল দারুচিনি দ্বীপ। এ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে ছুঁয়ে দিলে মন, প্রেম করব তোমার সঙ্গে ও স্বপ্নের ঘর সিনেমাগুলো।