মাঠে নামছেন অনুদানপ্রাপ্ত নির্মাতারা

কেউ শুটিং করেছেন পাঁচ দিন, কেউ সপ্তাহখানেক কিংবা তার বেশি। কারও বাকি সপ্তাহখানেকের শুটিং, আবার কারও দুই কিংবা তিন সপ্তাহের বেশি। এরই মধ্যে শুরু হয় করোনা মহামারি। শুটিং বন্ধ করে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা যে যাঁর ঘরে ঢুকে পড়েন। কিছুদিন ধরে সবকিছু আবার স্বাভাবিক (নিউ নরমাল) হতে শুরু করছে। প্রযোজক, পরিচালক আর নায়ক-নায়িকারা প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। অনুদানের পরিচালকেরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করতে যাচ্ছেন।

কবরী, মীর সাব্বির, হৃদি হক, আবু রায়হানছবি: সংগৃহীত

কেউ শুটিং করেছেন পাঁচ দিন, কেউ সপ্তাহখানেক কিংবা তার বেশি। কারও বাকি সপ্তাহখানেকের শুটিং, আবার কারও দুই কিংবা তিন সপ্তাহের বেশি। এরই মধ্যে শুরু হয় করোনা মহামারি। শুটিং বন্ধ করে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা যে যাঁর ঘরে ঢুকে পড়েন। কিছুদিন ধরে সবকিছু আবার স্বাভাবিক (নিউ নরমাল) হতে শুরু করছে। প্রযোজক, পরিচালক আর নায়ক–নায়িকারা প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। অনুদানের পরিচালকেরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করতে যাচ্ছেন। ২০১৮–১৯ সেশনের অনুদান পাওয়া ছবির একাধিক পরিচালক প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই নিশ্চিত করেছেন।

‘১৯৭১: সেই সব দিন’ ছবিটি পরিচালনা করছেন হৃদি হক। ছবি–সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন সুদীপ বিশ্বাস। মাস দুয়েক ধরে যশোরে নিজেদের বাড়িতে আছেন। তিনি বলেন, ‘আমাকে একবার বলা হয়েছিল, আগস্টে শুটিং শুরু করবেন। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেপ্টেম্বর মাস ছাড়া শুটিং শুরুর উপায় নেই।’

অভিনয়শিল্পীকে চিত্রনাট্য বুঝিয়ে দিচ্ছেন কবরী
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী কবরীও বেশ আটঘাট বেঁধে নামছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এরই মধ্যে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে কয়েক দফা মিটিংও করেছেন। চিত্রনাট্য নিয়ে চলছে অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা। ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত নিশাত নাওয়ার সালওয়া। তিনি বলেন, ‘এটা আমার জীবনের স্বপ্নের সিনেমা। লকডাউন শুরুর আগে কয়েক দিনের শুটিং হলেও এখনো কবরী ম্যাডামের নির্দেশনায় আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর সৌভাগ্য হয়নি। কয়েক দিন আগে ম্যাডাম চিত্রনাট্য বুঝিয়ে দিতে ডেকেছিলেন। অনেক কৌশল শিখিয়ে দিলেন। যেন হাতে–কলমে শিখিয়ে দিচ্ছেন। আমার জন্য এটা একটা বড় শিক্ষা।’

কবরী জানান, একদিকে তিনি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে শুটিং করা ফুটেজের সম্পাদনার কাজটিও সেরে নিচ্ছেন। চলছে গান তৈরির কাজও। বরেণ্য এই অভিনয়শিল্পী ও পরিচালক বলেন, ‘করোনার কারণে সব এলোমেলো হয়ে গেছে। কাজটি দ্রুত শেষ করে ফেলতে চাই।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে শিশুশিল্পীদের সঙ্গে সিয়াম ও পরীমনি
ছবি: সংগৃহীত

পরিচালক আবু রায়হান জুয়েল এবারই প্রথম বড় পর্দার জন্য ছবি বানাচ্ছেন। একদল শিশুশিল্পী নিয়ে করোনার মধ্যেও খুলনা আর সুন্দরবন অঞ্চলে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের ছবির শুটিং করেছেন তিনি। সিয়াম, পরীমনি, শহীদুল আলম সাচ্চু ছাড়া এই ছবির পাত্রপাত্রীদের বেশির ভাগই শিশুশিল্পী। সময় গড়ায়, কিন্তু এখনো শুটিংয়ে নামতে পারছেন না। তিনি বলেন, ‘আমার এই ছবির বেশির ভাগ অংশজুড়ে আছে শিশুরা। ওরা বড় হয়ে যাচ্ছে। বেশি দেরি হয়ে গেলে শিশুরা আরও বড় হয়ে যাবে। চেহারায় একটা পরিবর্তন চলে আসবে। কন্টিনিউটি নিয়ে সমস্যায় পড়ে যাব। ১২ দিনের মতো শুটিং বাকি আছে। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক, তাই এই নিউ নরমালে দ্রুত কাজটি শেষ করে ফেলতে চাই। সবার সঙ্গে কথা বলে আগামী মাসে শুটিংয়ে নামার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’

জুয়েল জানান, লকডাউনের এই সময়টায় শুটিং করতে না পারলেও সম্পাদনার কাজ শেষ করেছেন। অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বিরও অনুদাননির্ভর ছবি ‘রাতজাগা ফুল’–এর কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, ‘তিন থেকে চার দিনের কাজ বাকি আছে। এরপরই ছবির কাজ শেষ হবে। শিল্পীদের সঙ্গে কথা বলছি, আগামী মাসেই শুরু করব।’

অনুদানের সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’তে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। তিনি জানান, শিগগিরই নতুন পরিকল্পনায় কাজ শুরু হবে।

২০১৮–১৯ সালের অনুদানের সব সিনেমার শুটিং শেষ হয়নি। এরই মধ্যে ঘোষিত হয়েছে ২০১৯–২০ সালের সরকারি অনুদানের সিনেমা। পরের আসরে প্রযোজক পরিচালকেরা অভিনয়শিল্পী বাছাই আর গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।