মুক্তপ্রাণ চলচ্চিত্র উৎসব

স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে ‘মুক্তপ্রাণ চলচ্চিত্র উৎসব-২০১৫’। রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় উৎসবটি। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি চলবে কাল শনিবার পর্যন্ত।