মেক্সিকান সালমা হায়েক
‘আমি কখনোই আমার অতীত এবং সংস্কৃতিকে অস্বীকার করিনি। আমার মনে হয়েছে, আমার সন্তান মেক্সিকান ঐতিহ্যের ব্যাপারে ততটা আগ্রহী নয়।’ কদিন আগে মেক্সিকো নিয়ে সন্তানের উদাসীনতার কথা এভাবেই বলছিলেন সালমা হায়েক। কিন্তু অনেকেই, বিশেষ করে মেক্সিকানরা ভুল বুঝেছিলেন। ভেবেছিলেন, সালমাই হয়তো মাতৃভূমি নিয়ে ততটা উচ্ছ্বসিত নন। তাতে করে বেশ মনঃক্ষুণ্নই হয়েছেন এই তারকা। তাই এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জানিয়ে দিলেন, ‘মেক্সিকোর নাগরিক হিসেবে আমি সম্মানিত এবং তা নিয়ে আমি অহংকারও করি; এটা সব সময় প্রকাশ করারও চেষ্টা করেছি। খুব খারাপ লাগে, যখন দেখি আমার কথাগুলো যথাযথভাবে উপস্থাপিত হয় না।’ আইএএনএস।