মেয়ের সঙ্গে খেলছেন নওশাবা

কাজী নওশাবা আহমেদ
কাজী নওশাবা আহমেদ

সন্তানকে নিয়ে চমৎকার সময় কাটছে অভিনেত্রী নওশাবা আহমেদের। নালন্দায় ক্লাস ওয়ানে পড়ছে তাঁর সাত বছরের মেয়ে প্রকৃতি। অনলাইনে ক্লাস করার পাশাপাশি মায়ের সঙ্গে নানা রকম মজার সব কাজ করছে সে।

মেয়েকে নিয়ে নানা রকম খেলা খেলছেন নওশাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার মতো মাকে নিয়ে প্রকৃতি বাইরে বের হতে চায়। নওশাবা বলেন, ‘আমি সব সময় সজাগ থাকি আমার মেয়ে যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, নিজের সঙ্গে যাতে তার যোগাযোগটা ঠিক থাকে। আমি এক ভাবুক মানুষ, সে আরেক রকম ভাবুক। দুই ভাবুকের সময়টা স্বপ্নের মতোই কাটে। মা বলতে যা বোঝায়, আমি সে রকম অলরাউন্ডার মা নই। বেশির ভাগ সময় সবকিছু ভুলে যাই। রান্না চাপিয়ে দিলে দেখা যায় ভাত পুড়ে গেছে। আমার মাকে দেখেছি সব কাজ এক হাতে করে ফেলে। কিন্তু আমার মেয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমি প্রতিদিন তার সঙ্গেই বড় হচ্ছি।’


নওশাবা জানান, মেয়ে প্রকৃতিকে নিয়ে তিনি যেদিন রান্না করেন, সেদিন মা-মেয়ে মিলে কেবল রান্নাই করেন। যেদিন পাপেট করেন, সেদিন কেবলই পাপেট। তিনি বলেন, ‘আমাদের দুজনের কমিউনিকেশনটা একটু শিশুসুলভ। যখন অনলাইন ক্লাস ভালো লাগে না, তখন সে বলে, পাপেটের সঙ্গে কথা বলবে, নয়তো রান্না করবে। আমি আমার জীবনটা সাজিয়েছি যেভাবে আমার মেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে।’


লকডাউনের দিনগুলোতে মেয়েকে যথেষ্ট সময় দিচ্ছেন নওশাবা। নিজের পাপেটগুলোকে নিয়ে মেয়ের সঙ্গে নানা রকম কথোপকথন করছেন, সচেতন করছেন। মা দিবসে এই পাপেটিয়ার ও অভিনেত্রী মা জানালেন, মা হয়ে ওঠা খুব কঠিন কাজ। কেননা, মা হচ্ছে একজন মানুষের প্রধান শিক্ষক।