রওনক-অর্ষার চলচ্চিত্র যাত্রা শুরু

‘স্বপ্নডাঙায় হেঁটে যাও তুমি, ভোরের আলোর পথ ধরে/হাতছানি দিয়ে ডাকো আমায়, তোমার পথের সঙ্গী হতে...’—কল্পনার জগতে গানটির সুর করেন রওনক। আর তাতে কণ্ঠ দেন মনের মানুষ অর্ষা। এরপর কল্পনায় শুরু হয় তাদের পথচলা। এ রকম একটি দৃশ্য আর গানের চিত্রায়ণের মধ্য দিয়ে শুরু হলো রওনক হাসান ও নাজিয়া হক অর্ষার চলচ্চিত্র যাত্রা।গতকাল সোহরাওয়ার্দী উদ্যান ও চারুকলার ছবির হাট এলাকায় ‘ফেরারি ফানুস’ চলচ্চিত্রের প্রথম দিনের শুটিংয়ে অভিনয় করেন ছবির প্রধান দুটি চরিত্রের এই অভিনয়শিল্পীরা।রওনক বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র জাগো হলেও এটিকে আমি প্রথম চলচ্চিত্র হিসেবে উল্লেখ করতে চাই। প্রথম দিনের শুটিংয়ে অনেক ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করছি, এটি একটি ভালোমানের চলচ্চিত্র হবে।’অর্ষা বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই অনেক দিন থেকেই নানা ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে গল্পটা এ সময়েরই বলে মনে হয়েছে।’‘ফেরারি ফানুস’ চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ।শিগগিরই বান্দরবান, রাঙামাটি, সেন্ট মার্টিন, কক্সবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবির অন্যান্য গান ও অংশের দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানান পরিচালক।