রাহুল আনন্দের 'অবরুদ্ধ দিনের গান'

রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে
রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে

ঘরবন্দী মানুষের জন্য নতুন গান নিয়ে এসেছেন জলের গানের রাহুল আনন্দ। ‘অবরুদ্ধ দিনের গান’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন শাওন আকন্দ। গত ৩০ মার্চ জলের গান ফ্যান ক্লাবের ফেসবুক পেজে গানটি আপলোড করেন গায়ক রাহুল আনন্দ। সেই সূত্র ধরে মুঠোফোনে কথা হয় গানটির গীতিকার শাওন আকন্দ এবং শিল্পী রাহুল আনন্দের সঙ্গে।

‘অবরুদ্ধ দিনের গান’ সম্পর্কে শাওন আকন্দ জানান, ঘরবন্দী মানুষের কথা ভাবতে ভাবতেই গানটির কথা লিখে ফেলেন তিনি। করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে একধরনের আতঙ্ক ও উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে সবাই। মানুষের মধ্যে তৈরি হয়েছে এক অস্বস্তিকর বিচ্ছিন্নতা। সামাজিক মানুষ হাতে হাত রেখে সামাজিকতা করতে পারছে না। কাঁধে কাঁধ রেখেও একে অন্যের পাশে দাঁড়ানোটা অসম্ভব হয়ে পড়েছে। এই পুরো বিষয়টিকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে মনে করেন শাওন আকন্দ।

রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে
রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে

অন্যদিকে রাহুল আনন্দ বলেন, ‘এখন স্বপ্ন দেখার সময়, স্বপ্ন দেখানোর সময়। মানুষের প্রতি দায়বদ্ধ থাকার সময় এখন।’ তিনি জানান, সরকারের কাজ সরকার তার মতো করে করছে। অন্যান্য সবার এখন তাদের মতো করে কাজ করার সময়। গানটি তৈরির গল্প জানালেন রাহুল আনন্দ। সম্প্রতি গীতিকার শাওন আকন্দ গানটি তাঁকে পাঠিয়ে বলেছিলেন, কিছু করা যায় কি না দেখতে। ঘরবন্দী মানুষ এবং প্রকৃতির বিরুদ্ধ সময়ের কথা ভেবে গানটিতে সুর করতে বসেন তিনি। গানটির চার থেকে পাঁচটি সংস্করণ তৈরি করে একটিকে চূড়ান্ত রূপ দিয়ে সেটি গেয়ে ফেলেন তিনি। রাহুল আনন্দ বলেন, ‘মনে হলো গানটি মানুষজনকে শোনানো দরকার। তাই আপলোড করে দিলাম।’

গানটি কি জলের গানের ব্যানারে তৈরি হয়েছে? এমন প্রশ্নের জবাবে রাহুল আনন্দ জানান, ‘এটি কোনো ব্যানারের গান নয়। এটি মানুষের গান, সবার গান। সব সময় ব্যানার আর স্পনসর নিয়ে কাজ করতে হবে, এমন কোনো কথা নেই।’ তিনি জানান, এই মুহূর্তে যদি স্টেজ পারফরম্যান্স করা যেত, সেটাই করতেন তিনি। কিন্তু বাস্তবতার কারণে সে রকম কিছু করা যাচ্ছে না। সে জন্যই সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন তিনি। গানটির ‘পারফেকশন’ নিয়ে এখনই কিছু ভাবছেন না বলেও জানালেন রাহুল।

রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে
রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে

করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত রাহুল জানান, এই বাস্তবতাটা সবাইকে মেনে নিতে হবে। সরকার বলেছে সবাইকে ঘরে থাকতে। তাই ঘরেই থাকতে হবে আপাতত। ঘরে থেকে যতটুকু করা সম্ভব, এই সময় মানুষের জন্য ততটুকুই করতে হবে। করোনার হাত থেকে বাঁচতে কী করতে হবে, এখন সবাই সেটা জানে। তাই নতুন করে সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু সেসব তথ্যকে অতিরঞ্জিত করে, অল্প জেনে কিংবা না জেনে কোনো তথ্য ছড়ানো থেকে দূরে থাকতে হবে। তাতে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি নিয়ে যদি কিছু বলার থাকে, সেটা ডাক্তার ও বিশেষজ্ঞদেরই বলা উচিত, বলতে দেওয়া উচিত বলে মনে করেন রাহুল আনন্দ।

রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে
রাহুল আনন্দ। ছবি: ফেসবুক থেকে

জলের গান ফ্যান ক্ল্যাব ফেসবুক পেজ এবং রাহুল আনন্দের নিজস্ব ফেসবুক পেজে দেখা যাবে গানটি। জলের গান ফ্যান ক্লাবে গানের লিংক