শুরু হলো 'ছুঁয়ে দিলে মন'

আগামী ৩ মে ছুঁয়ে দিলে মন ছবির শুটিং শুরু হবে সিলেটের জাফলংয়ে।
ছুঁয়ে দিলে মন ছবির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কিশোরবেলা একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু একটা দুর্ঘটনার কারণে ছেলেটি অনেক দূরে সরে যায়। একদিন সে ফিরে আসে। খুঁজে বের করে তার হারিয়ে যাওয়া বন্ধুকে।’