শ্রাবন্তীর সঙ্গে দেখা হলো শান্তর

বিক্ষোভ সিনেমার শুটিংয়ে শান্ত খান ও শ্রাবন্তী
বিক্ষোভ সিনেমার শুটিংয়ে শান্ত খান ও শ্রাবন্তী

বাংলাদেশের বিক্ষোভ সিনেমায় ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীর নায়ক কে, সেই রহস্যের জট এখনো খুলছে না। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সবার মুখে এ নিয়ে কুলুপ আঁটা। নায়কের রহস্য জানা না গেলেও গোপন সূত্রে এটুকু জানা গেছে, কলকাতায় শুরু হওয়া বিক্ষোভ সিনেমার শুটিংয়ে শ্রাবন্তীর সঙ্গে দেখা গেছে বাংলাদেশের শান্ত খানকে।

১ সেপ্টেম্বর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কলকাতায় বিক্ষোভ ছবির শুটিং শুরু হয়। পরিচালক শামীম আহমেদ রনি জানান, শুরুর দিন স্থানীয় লোহিয়া হাসপাতালে একটি রাজনৈতিক দলের কার্যালয় বানিয়ে শুটিং শুরু হয়। শান্ত খান, শ্রাবন্তী চ্যাটার্জি, রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জিসহ ৪২ জনের অভিনয়শিল্পী দল এই শুটিংয়ে অংশ নেয়।

নাম প্রকাশ না করার শর্তে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ছবিতে শান্ত ও শ্রাবন্তী নায়ক-নায়িকা নন, তাঁদের ছাত্র-শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। তবে দুজনের চরিত্র অনেক গুরুত্বপূর্ণ।

কলকাতা থেকে মুঠোফোনে শ্রাবন্তী বলেন, ‘ছবির গল্পটা ভালো লেগেছে। তিন দিন শুটিং করেছি মারামারি দৃশ্যের। শান্ত ছিল আমার সহশিল্পী। ওকে তো আমার বেশ সম্ভাবনাময় মনে হয়েছে। ভীষণ সিরিয়াস। কিছু টিপস দিয়েছি। মন দিয়ে কাজ করলে বাংলাদেশ একজন ভালো নায়ক পাবে।’

কলকাতায় শুটিং শেষে পরিচালক রনি ও নায়ক শান্ত এখন মুম্বাইয়ে। সেখানে ছবির গানের শুটিং হবে। মুম্বাই থেকে গতকাল সন্ধ্যায় শান্ত বলেন, ‘শ্রাবন্তীর মতো বড় মাপের অভিনয়শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো সিনেমায় পর্দা ভাগাভাগি করার আনন্দটা অন্য রকম। অনেক কিছু শিখতে পারছি। শ্রাবন্তীও আমাকে ভীষণ সহযোগিতা করছেন।’