সেদিন হাবিব ওয়াহিদ ভাই আমাকে স্টুডিওতে আটকে রেখেছিলেন

গায়ক হাবিব ওয়াহিদ ও পরিচালক এস এ হক অলিক
ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রথম ‘হৃদয়ের কথা’ সিনেমার সময় পরিচয়। সেটা ১৬ বছর আগের কথা। এই পরিচয় এখনো অটুট হয়ে আছে ‘ভালোবাসব বাসব রে বন্ধু তোমায় যতনে’ গানটি দিয়ে। সিনেমার এই গান দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। এই দর্শকপ্রিয়তাই পরিচালক এস এ হক অলিক ও গায়ক হাবিব ওয়াহিদের মধ্য ‘জুটি’ হয়। দীর্ঘ ছয় বছর পর আবার তাঁরা ‘গলুই’ সিনেমা নিয়ে ফিরছেন। একসঙ্গে গান করা নিয়ে মজার ঘটনা ভাগাভাগি করলেন পরিচালক এস এ হক অলিক।

‘হৃদয়ের কথা’ সিনেমায় ‘ভালোবাসব বাসব রে বন্ধু তোমায় যতনে’ গানটি সিনেমার প্রচারণায় সবচেয়ে বেশি পরিচিতি পায়। প্রত্যন্ত গ্রামের দর্শকদের কাছেও অল্প সময়ের মধ্যে গানটি পৌঁছে যায়। তারপর একে একে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমার ‘পৃথিবীর যত সুখ’, ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’ গানগুলো দর্শক গ্রহণ করে। এর পর থেকেই এই পরিচালকের সব সিনেমায় থাকবেনই হাবিব ওয়াহিদ। পরে ‘আরও ভালোবাসব তোমায়’, ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায় গান করেন হাবিব। বিরতি দিয়ে ছয় বছর পর আবার সিনেমার গানে ফিরছেন হাবিব। ঈদে মুক্তির কথা রয়েছে ‘গলুই’ সিনেমার। এই সিনেমায় ‘জমবে মেলা’ শিরোনামে গান গাইবেন হাবিব। গানটিতে তাঁর সঙ্গে প্রথম কণ্ঠ দিয়েছেন জারিন।

পরিচালক এস এ হক অলিক
ছবি: ফেসবুক থেকে নেওয়া

পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এখন এমন হয়ে গেছে, আমার সিনেমা মানে হাবিব ওয়াহিদ ভাইয়ের গান থাকবেই। এবারও যখন গান গাওয়ার জন্য ফোন দিলাম, সব শুনে হাবিব ভাই দারুণ উচ্ছ্বসিত। আমরা বারবার গানটি নিয়ে বসেছি। কারণ, এর আগের গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। প্রত্যাশা—এবারও আমাদের গান দর্শক গ্রহণ করবেন। সময় নিয়ে আমরা গানটি করেছি। ফাইনাল গানটি দেখে হাবীব ভাই দারুণ খুশি। এখন দর্শক পছন্দ করলেই আমরা সফল।’

হাবিব ওয়াহিদ অনেকদিন পর সিনেমার গানে ফিরলেন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘দীর্ঘদিন পর এস এ হক অলিক ভাইয়ের সিনেমায় গাইলাম। সিনেমাটিতে “জমবে মেলা” শিরোনামে গানটি বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে। এই গানের কথার সঙ্গে যে চিত্রায়ন ও মিউজিক, সেখানে দর্শক পুরোপুরি বৈশাখী আমেজ পাবেন। দীর্ঘদিন পর সিনেমার জন্য গান করছি। কম্পোজিশন, সংগীতসহ সব আয়োজনই দর্শকের ভালো লাগবে। বৈশাখ উপলক্ষে শিগগিরই গানটি মুক্তি পাবে।’ গানে ঠোঁট মেলাবেন শাকিব খান ও পূজা। তারাই সিনেমার প্রধান পাত্রপাত্রী।

গলুই ছবির দৃশ্যে শাকিব খান
ছবি: সংগৃহীত

গান দিয়েই তাঁদের মধ্যে পরিচয়। গান ঘিরেই তাঁদের মধ্যে রয়েছে মজার সব ঘটনা। হাবিবের গাওয়া ‘জোছনা কথা বলো না’ গানটি নিয়ে রয়েছে মজার ঘটনা। গানটি লিখেছিলেন এস এ হক অলিক। এই গানের সময় হাবিব তাঁকে রুমে আটকে রেখেছিলেন। সেই মজার ঘটনা শেয়ার করে অলিক বলেন, ‘গানটির মিউজিক্যাল ট্র্যাক করা ছিল। আমি স্টুডিওর মধ্যে। বাইরে ছিলেন হাবিব ভাই। কথা ছিল, গানটির শুরুটা লিখে হাবিব ভাইকে শোনাব। লেখা শেষে শোনাতে গিয়ে দেখি, হাবিব ভাই বাইরে থেকে আমাকে আটকে রেখেছেন। একটু আতঙ্কিত হলাম। কী ব্যাপার! কোনো সাড়াশব্দ নেই। পরে হাবিব ভাইকে ফোন দিলাম। তিনি বললেন, “পুরো গান শেষ না করে বের হতে পারবে না। এই জন্য দরজা আটকে রেখেছি।” পরে একবসায় শেষ করতে হয়েছে গানটি।’ ‘গলুই’ ঈদে মুক্তি কথা রয়েছে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।