সেরা ছবি ‘হোয়াই নট’

হোয়াই নট প্রামাণ্যচিত্রের দৃশ্য
সংগৃহীত

লিবারেশন ডকফেস্টের এবারের আসরে জাতীয় বিভাগে সেরা ছবি হয়েছে ‘হোয়াই নট’। ছবিটির পরিচালক শেখ আল মামুন। গতকাল পাঁচ দিনব্যাপী নবম লিবারেশন ডকফেস্ট ২০২১ শেষ হলো। সন্ধ্যা সাতটায় পুরস্কারপ্রাপ্ত ছবির নাম ঘোষণার মাধ্যমে উৎসবের সমাপনী টানা হয়।

উত্সবে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। জাতীয় বিভাগ ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবি হয়েছে ডেনমার্কের মাহদি ফ্লিফেল পরিচালিত ‘থ্রি লজিকাল এক্সিট’ এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হংকংয়ের পরিচালক ডরোথি চিউংয়ের ‘হোম, অ্যান্ড আ ডিস্ট্যান্ট আর্কাইভ’ ছবিটিকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে সুমন দেলোয়ারের ‘জলগেরিলা ৭১’ এবং ফিলিস্তিনের মোহাম্মদ আল্মুহানির ‘সন অব দ্য স্ট্রিট’।

সন অব দ্য স্ট্রিট প্রামাণ্যচিত্রের দৃশ্য
সংগৃহীত

অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, নির্মাতা ও প্রযোজক ক্যাথরিন মাসুদ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রতিবছরই তরুণ নির্মাতারা এই উৎসবে অংশগ্রহণ করেন। তাঁরা অনেক সীমাবদ্ধতার মধ্যে সিনেমা বানান। তাঁদের সৃজনশীলতা প্রদর্শন করেন।’

অনলাইনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উৎসব পরিচালক তারেক আহমেদ।

৮ জুন থেকে পাঁচ দিনব্যাপী উৎসব শুরু হয়ে চলে ১২ জুন পর্যন্ত। ১১২টি দেশের ১ হাজার ৯ শতাধিক ছবি জমা পড়ে। সেখান থেকে ৫১টি দেশের নির্বাচিত ১৬৪টি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার বাইরে দেখানো হয়। উত্সবে বেশ কয়েকটি শাখায় ছবি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৫টি, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ৯টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ১০৫টি, বিশেষ প্যাকেজ বিভাগে ২০টি, এক মিনিটের ২৫টি ছবি দেখানো হয়।

উৎসবে প্রদর্শিত মাদার টাং ছবির দৃশ্য
সংগৃহীত

এ ছাড়া মোট ৮টি ‘আর্টিস্ট টক’-এর আয়োজন করা হয়। চারটি প্যানেল ডিসকাশন ছিল। দেশ-বিদেশের তরুণ নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

উৎসবে প্রদর্শিত আ ম্যান্ডোলিন ইন এক্সাইল ছবির দৃশ্য
সংগৃহীত

মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মুক্তি ও মানবাধিকার’ স্লোগানকে সামনে রাখে এই প্রামাণ্যচিত্র উত্সবের আয়োজন করে থাকে।