হা হা, হি হি এবং ছেলে আব্রাম খানের সঙ্গে অপু বিশ্বাস

১ / ৭
নানা সময়ে নানা উপলক্ষে মা-ছেলের স্থিরচিত্র প্রায়ই ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাজের ফাঁকে সময় পেলে ছেলে আব্রাম খান জয়কে স্কুল থেকে আনা-নেওয়াও করে থাকেন এই অভিনয়শিল্পী। তেমনি একদিন স্কুলব্যাগ পাশে রেখেই ফটোসেশনে মেতে ওঠেন মা ও ছেলে। বিভিন্ন মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘হা হা, হি হি।’
ছবি : সংগৃহীত
২ / ৭
ছেলে জয়কে কী বলেছেন, তা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, মায়ের কাছ থেকে মজার একটি গল্প শুনে সে কী হাসি ছেলে আব্রাম খান জয়ের! ২০০৮ সালের এপ্রিলে সংবাদমাধ্যমকে না জানিয়ে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। বিয়ের খবর না জানালেও ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে অপু জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে তাঁদের সন্তান জয়ের জন্ম হয়। ২০১৭ সালের শেষ দিকে শাকিব-অপুর সংসারজীবনের ইতি ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের কারণে মাঝেমধ্যে তাঁদের কথাবার্তা হয়
ছবি : সংগৃহীত
৩ / ৭
অপু বিশ্বাসের জন্ম ১৯৮৩ সালে, বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।
ছবি : সংগৃহীত
৪ / ৭
২০০৫ সালে ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের সময়ও ইচ্ছা ছিল বড় হয়ে একজন ভালো চিকিৎসক কিংবা উকিল হওয়ার। তাঁর জীবনের গল্প চলে গেল সোজা রুপালি পর্দার ঝলমলে ভুবনে। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পরই বাজিমাত। একের পর এক নতুন ছবিতে অভিনয়ের ডাক আসতে থাকে। পাল্টে যায় জীবনচিত্র।
ছবি : সংগৃহীত
৫ / ৭
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র হচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। প্রেক্ষাগৃহে মুক্তির পর এই চলচ্চিত্রে অপু বিশ্বাসের অভিনয় প্রশংসিত হয়।
ছবি : সংগৃহীত
৬ / ৭
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি যখন প্রেক্ষাগৃহে চলছিল, তখন অপু বিশ্বাস ‘প্রেম-প্রীতির বন্ধন’ নামে আরেকটি চলচ্চিত্রের শুটিং করছিলেন। একটি গান ও মারামারি দৃশ্যের শুটিং পুরোই বাকি রয়েছে বলে জানালেও এটুকু আভাস দিলেন, আগামী ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরিচালক। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে জুটি হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
ছবি : সংগৃহীত
৭ / ৭
‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন অপু বিশ্বাস। এই চলচ্চিত্রেও তাঁর সঙ্গে বড় পর্দায় জুটি হয়েছেন জয় চৌধুরী।
ছবি : সংগৃহীত