ছেলে জয়কে কী বলেছেন, তা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, মায়ের কাছ থেকে মজার একটি গল্প শুনে সে কী হাসি ছেলে আব্রাম খান জয়ের! ২০০৮ সালের এপ্রিলে সংবাদমাধ্যমকে না জানিয়ে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। বিয়ের খবর না জানালেও ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে অপু জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে তাঁদের সন্তান জয়ের জন্ম হয়। ২০১৭ সালের শেষ দিকে শাকিব-অপুর সংসারজীবনের ইতি ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের কারণে মাঝেমধ্যে তাঁদের কথাবার্তা হয়ছবি : সংগৃহীত