'এসো আঠারোয়'

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত হয় পাঠক উৎ​সব। এবারের উৎ​সবের নাম ছিল ‘এসো আঠারোয়’। এই উৎ​সবে পাঠকদের সঙ্গে ​দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিরা সময় কাটান। এর পাশাপাশি উৎ​সবমঞ্চে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। একনজরে দেখে নেওয়া যাক পরিবেশনাগুলোর ছবি। এসব ছবি তুলেছেন জাহিদুল করিম, সুমন ইউসুফ, হাসান রাজা, সাইফুল ইসলাম

১ / ২৪
.
.

পাঠকমেলায় আসা পাঠকদের উদ্দেশে কথা বলছেন চিত্রনায়ক ফেরদৌস। পাশে দাঁড়িয়ে আছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ

২ / ২৪
.
.

‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি গাইছেন তপন চৌধুরী

৩ / ২৪
.
.

গাইছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ

৪ / ২৪
.
.

বাংলা একাডেমিতে প্রথম আলোর পাঠক সমাবেশে আসা পাঠকদের উদ্দেশে কথা বলছেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ

৫ / ২৪
.
.

গাইছেন সফি মণ্ডল

৬ / ২৪
.
.

গাইছেন তরুণ প্রজন্মের শিল্পী সায়ান 

৭ / ২৪
.
.

‘আমার এক নয়ন তো দেখে নারে আরেক নয়​নরে’—গানটি গাইছেন ক্লোজআপ তারকা সালমা

৮ / ২৪
.
.

গাইছেন তরুণ প্রজন্মের শিল্পী পুলক

৯ / ২৪
.
.

‘যাবি যদি দূরে উড়ে’ গানটি গাইছেন পারভেজ

১০ / ২৪
.
.

গাইছেন গায়ক ও সংগীত পরিচালক মুন

১১ / ২৪
.
.

রবীন্দ্রসংগীত গাইছেন অণিমা রায়

১২ / ২৪
.
.

পিন্টু ঘোষ গাইলেন চিরকুট ব্যান্ডের জনপ্রিয় গান ‘কানামাছি’

১৩ / ২৪
.
.

গাইছেন মুহিন

১৪ / ২৪
.
.

গাইছেন পাওয়ার ভয়েজের শিল্পী কর্ণিয়া

১৫ / ২৪
.
.

‘যাচ্ছ দূরে’ গানটি গেয়েছেন কিশোর

১৬ / ২৪
.
.

‘বলতে বলতে চলতে চলতে’ গানটি গাইছেন ইমরান

১৭ / ২৪
.
.

গাইছেন সাব্বির

১৮ / ২৪
.
.

প্রথম আলোকে নিয়ে তৈরি গান ​গাইছেন আফতাব উদ্দিন সিদ্দিকী রাগিব

১৯ / ২৪
.
.

গাইছেন আশিক

২০ / ২৪
.
.

গাইছেন অর্পিতা

২১ / ২৪
.
.

গাইছেন সাজেদ ফাতেমী

২২ / ২৪
.
.

গাইছেন দিনাত জাহান মুন্নী

২৩ / ২৪
.
.

কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ ​কবিতা আবৃত্তি করছেন কণ্ঠশীলনের শিল্পীরা

২৪ / ২৪
.
.

তুরঙ্গমীর ‘বসন্তপট’-এ পূজা সেনগুপ্ত