'মনের মতো মানুষ পাইলাম না' পেল সেন্সর অনুমোদন

‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের একটি দৃশ্যে শাকিব খান ও বুবলী
‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের একটি দৃশ্যে শাকিব খান ও বুবলী

কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল শাকিব-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি। এখন আর প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধা রইল না ছবিটি। ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু জানান, আগামী ঈদুল আজহায় দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

মঙ্গলবার দুপুর থেকে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক এনামুল আরমান। তিনি বলেন, ‘রোববার সেন্সরে জমা দিয়েছিলাম। মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন ছবিটির।’

এদিকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীরও সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সদস্যদের সঙ্গে প্রিভিউ বোর্ডে আমি নিজেও ছিলাম। পুরো ছবিটি আমি দেখেছি। ভালো ছবি সময়োপযোগী ছবি।’ দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম, কাজী হায়াত, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন প্রমুখ।

‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের একটি দৃশ্যে সাবেরী আলম, বুবলী ও শাকিব খান
‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের একটি দৃশ্যে সাবেরী আলম, বুবলী ও শাকিব খান

ছবিটির নায়িকা বুবলী এখন গাজীপুরে শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং করছেন। শুটিংয়ের অবসরে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভালো লাগছে ছবিটির বিনা কর্তনে সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে। শুনেছি বোর্ডের সদস্যরাও ছবিটির খুব প্রশংসা করেছেন। ছবিটি সমসাময়িক গল্পের। এই ছবিতে সম্পূর্ণ নতুন এক বুবলীকে পাবেন আপনারা। ছবিটি সবার ভালো লাগবে, পছন্দ হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। কারণ, এটি আমাদের সবার কথা বলবে।’ তিনি জানালেন পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে এবারই প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি