'মিস ওয়ার্ল্ডের মঞ্চ থেকে সরাসরি সিনেমায় এসেছি'

বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন ঐশী। ছবি: ফেসবুক থেকে
বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন ঐশী। ছবি: ফেসবুক থেকে

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায়। ভর্তি কোচিং করার সময়ই দেখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন। নাম লেখান প্রতিযোগিতায়। নানা ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যান জান্নাতুল ঐশী। মুকুট জিততে না পারলেও লড়েছিলেন শেষ পর্যন্ত।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর ঐশী বিভিন্ন প্রতিষ্ঠানের স্থিরচিত্রের মডেল হন। স্টেজ শোতেও কাজ করেন। হয়েছেন গানের ভিডিওর মডেল। সর্বশেষ তাঁর ক্যারিয়ারে যোগ হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অভিনয় করেছেন মিশন এক্সট্রিম ছবিতে। ঈদুল ফিতরের জন্য প্রস্তুত মিশন এক্সট্রিম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবির টিজার। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন ঐশী। ময়মনসিংহের শুটিং সেট থেকে মুঠোফোনে তিনি কথা বললেন টিজার, নতুন ছবির কাজ ও নানা বিষয় নিয়ে।

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে
পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে

ময়মনসিংহে কী করছেন?
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও ব্রহ্মপুত্র নদের পাড়ে শুটিং করছি। ‘আদম’ ছবির শেষ ধাপের শুটিং চলছে সেখানে।

আপনার চরিত্রটা কেমন?
ভালো। আশির দশকের গল্প নিয়ে সিনেমা। আমার চরিত্রের নাম সাজিয়া। সে গ্রামের একটি মেয়ে। একেবারেই হতদরিদ্র পরিবারের। লেখাপড়া জানে না। গোবর দিয়ে লাঠি বানানো, রান্না, ঝাড়ু দেওয়া—সব কাজই করতে হয় সাজিয়ার। এ ধরনের চরিত্রের ছবি এখন আর হয় না। এটি আমার জন্য একটি পরীক্ষামূলক কাজ।

‘মিশন এক্সট্রিম’ ছবির টিজার প্রকাশিত হয়েছে। টিজারে নিজেকে দেখে কেমন লেগেছে?
আগেই জানতাম, বৃহস্পতিবার সন্ধ্যায় টিজার বেরোবে। শুটিং শেষ করে তাড়াতাড়ি হোটেলে চলে আসি। সেটা দেখার জন্য ফোন হাতে নিয়ে বসে ছিলাম। আপ হওয়ার পর অনেকবার দেখেছি। খুবই ভালো লেগেছে। অনেক কষ্ট করে আমরা ছবিটির শুটিং করেছি। এত এত শুটিং থেকে সুন্দর করে কেটে কেটে ১ মিনিট ২২ সেকেন্ডের টিজারটি তৈরি করা। সেটা দেখার পর সব কষ্ট দূর হয়ে গেছে।

জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে
জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে

পরিবার, বন্ধুবান্ধবের প্রতিক্রিয়া কী?
বন্ধুবান্ধব একটু কষ্ট পেয়েছে। টিজারে আমাকে দেখা গেছে মাত্র দুই ঝলক। তারা প্রত্যাশা করেছিল আমাকে আরও কিছুক্ষণ দেখা যাবে। ফেসবুকে বন্ধুরা সে রকম প্রতিক্রিয়া জানাচ্ছে। কিন্তু আমি বিষয়টি নিয়ে হতাশ না। এরপর ট্রেলার আসবে, গান আসবে। সেখানে তো আমাকে বেশি করে দেখা যাবেই।

এ ছবিতে নিজের অভিনয়কে কত নম্বর দেবেন?
নিজের অভিনয় নিয়ে দ্বিধা আছে। এই ছবিতে আমি কতটা ভালো করেছি, জানি না। অনেকের বড় পর্দায় অভিষেক হয় থিয়েটার ও টেলিভিশন নাটক করে আসার পর। আমি অভিনয় শিখে আসিনি, এমনকি অভিনয়টা ভালো বুঝিও না। মিস ওয়ার্ল্ডের মঞ্চ থেকে সরাসরি সিনেমায় এসেছি। এখনই মূল্যায়ন করা যাবে না।

জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে
জান্নাতুল ফেরদৌসী ঐশী। ছবি: ফেসবুক থেকে

ছবি ঈদে মুক্তি। প্রচারণায় নামবেন কবে থেকে?
টিজার প্রকাশের দিন থেকেই প্রচারণায় যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সমস্যা হয়েছে। পরিচালকের কাছে শুনেছি, প্রচারণার নতুন পরিকল্পনা করা হচ্ছে। অবশ্য অনলাইনে এরই মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে।

‘রাত জাগা ফুল’ ছবিটা কত দূর এগোল?
শুটিং আগেই শেষ হয়ে গেছে। সম্পাদনার কাজ চলছে। তবে ডাবিং বাকি আছে। আদম ছবির কাজ শেষ। ঢাকায় ফিরে ডাবিংয়ের কাজ শুরু করব।