মন সারাইয়ের দোকান বা মনের মিস্ত্রি থাকুক বা না থাকুক, অন্যান্য বস্তু বা যন্ত্র সারাইয়ের দোকান ও মিস্ত্রি কিন্তু আছে। ঘরের বৈদ্যুতিক পাখাটি চলছে না? জ্বলছে না গ্যাসের চুলা? হুট করে নষ্ট হয়ে গেছে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ কিংবা টেলিভিশন। বিশেষায়িত কাজে দক্ষ মিস্ত্রি ডেকে ঠিক করে নিন। শখের বাইক, প্রিয় মুঠোফোন, কম্পিউটারে সমস্যা হচ্ছে? নিয়ে যান মেরামতে দক্ষ কারিগরের কাছে। যত্নে গড়া বাড়ির দেয়ালের রং উঠে যাচ্ছে, খসে যাচ্ছে পলেস্তারা। খোঁজ করুন রংমিস্ত্রি, রাজমিস্ত্রির।

মেরামত বা সারাইয়ের কাজের গুরুত্ব তুলে ধরতে দিবসটির যাত্রা

মেরামত বা সংস্কারকাজ ব্যাপারটি এভাবেই জড়িয়ে আছে আমাদের জীবনযাপনের সঙ্গে। আজ ১৬ অক্টোবর আন্তর্জাতিক মেরামত দিবস। মেরামত বা সারাইয়ের কাজের গুরুত্ব তুলে ধরতে ২০১৭ সালে দিবসটির যাত্রা শুরু হয়।

নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করে ওপেন রিপেয়ার অ্যালায়েন্স নামের একটি আন্তর্জাতিক মেরামতকারী সংগঠন। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর গুরুত্ব বিবেচনায় নিয়ে দিবসটির এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘মেরামত কার্বন নিঃসরণ কমায়’।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার ও ওপেন রিপেয়ার অ্যালায়েন্স