আপনার চাকরি কেমন চলছে?

ভালো, মন্দ নয়তো মোটামুটি—এর বাইরে কিছু? হ্যাঁ, এর বাইরেও পেশা অনুযায়ী কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। নিজের সঙ্গে মিলে যায় কি না, দেখুন...

প্রশ্ন :

মুড়ির কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?

জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে।

প্রশ্ন :

ইতিহাসবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠানে আপনার চাকরি কেমন চলছে?

এই চাকরির কোনো ভবিষ্যৎ নেই।

প্রশ্ন :

ঘড়ির কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?

বুঝতে পারছি না এখনো, টাইম উইল সে।

প্রশ্ন :

আলকাতরার কোম্পানিতে চাকরি কেমন চলছে?

ভবিষ্যৎ পুরো অন্ধকার।

প্রশ্ন :

ট্রাভেল এজেন্সিতে আপনার চাকরি কেমন চলছে?

মনে হয়, অন্য কোথাও চাকরি খুঁজতে যেতে হবে।

প্রশ্ন :

পিৎজা কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?

আর বলবেন না, বস সারাক্ষণ কানের কাছে প্যানপ্যান করে।

প্রশ্ন :

কলা দিয়ে তৈরি জুসের ফ্যাক্টরিতে আপনার চাকরি কেমন চলছে?

ভাগ্যটাই খারাপ। বারবার বিদেশ ট্যুরটা স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে।

প্রশ্ন :

গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতে কেমন লাগছে?

খুবই চমৎকার। আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছি।